কাবুল, ৬ জুনঃ কাবুলে ভারতীয় দূতাবাসে আছড়ে পড়ল একটি রকেটচালিত গ্রেনেড। মঙ্গলবার সকালে ভারতীয় দূতাবাস ইন্ডিয়া হাউস ভবনের ভলিবল কোর্টে উড়ে এসে পড়ে গ্রেনেডটি। সূত্রের খবর, অজানা কোনো অবস্থান থেকে থোঁড়া হয়েছিল এই রকেটটি। তবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই।
ওই ক্যাম্পাসেই থাকেন ভারতীয় হাইকমিশনার মনপ্রীত ভোরা, অন্যান্য কর্মীরা। তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানিয়েছে অফগান সংবাদ মাধ্যম।
অন্যদিকে, কাবুলেরই শাশ দারাক এলাকায় আয়োজিত একটি শান্তি প্রক্রিয়া সম্মেলনে শোনা যায় বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণ, সন্ত্রাসবাদী হানাহানিতে রক্তাক্ত দেশে শান্তি স্থাপনের লক্ষ্যে ভারত সহ ২৩টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন সেখানে। মঙ্গলবার এই সম্মেলনের উদ্বোধন করেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
গত সপ্তাহের ভয়াবহ ট্রাকবোমা বিস্ফোরণে ১৫০ জনেরও বেশি মানুষের প্রাণহানির পর আফগানিস্তানের রাজধানী শহর কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তারপরও আজকের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু ভারত জানিয়েছে, সন্ত্রাস মোকাবিলায় ভারত অভ্যস্ত। তাই এই ঘটনায় তারা মোটেই ভীত নয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qXe6sd
June 06, 2017 at 04:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন