নকশালবাড়ি, ২১ জুনঃ কিরনচন্দ্র চা বাগানের তিন অস্থায়ী শ্রমিককে মারধরের অভিযোগ উঠল ম্যানেজারের বিরুদ্ধে। ওই তিন শ্রমিক পরেশ কুর্মী, সুরজ মিনজ এবং নসিব ওরাঁও অভিযোগ করেন, বাগানের ম্যানেজের প্রত্যুষ গাঙ্গুলী ও অপর দুই সহকারী ম্যানেজার বেধরক মারধর করেন তাদের। আশঙ্কাজনক অবস্থায় পরেশ কুর্মীকে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনার পর গতকাল রাতে উত্তেজিত জনতা ওই চা বাগান ঘোরাও করে। চা বাগানের অফিসের সামনে থাকা ২টি বাইক ভাঙচুর করে, পাথর ছুঁড়তে থাকে শ্রমিকেরা। রাত থেকেই সেখানে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশবাহিনী।
আজ ভোর থেকেই ৩১ সি জাতীয় সড়ক অবরোধ করে চা শ্রমিকেরা। রাস্তায় পাথরের বড় বড় বোল্ডার ফেলে পথ অবরোধ করে শ্রমিকেরা। যানবাহন চলাচলে বাধা দেয়। ঘটনাস্থল থেকে ১-২ কিলোমিটার পর্যন্ত বাগডোগরা ও নকশালবাড়িতে রাস্তায় দু ধারে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ। ঘটনাস্থলে রয়েছেন নকশালবাড়ি ব্লকের বিডিও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2tMSvzY
June 21, 2017 at 01:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন