দ্য হেগ, ২৩ জুন- ৬৩টি দেশকে পেছনে ফেলে সেরার শিরোপা অর্জন বাংলার৷ সব মিলিয়ে ৫৫২টি নাগরিক পরিষেবা প্রকল্পের মধ্যে শ্রেষ্ঠ প্রকল্প হিসাবে রাষ্ট্রসংঘ বেছে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কন্যাশ্রী প্রকল্প৷ মঞ্চে পুরষ্কার নিতে উঠে আবেগতাড়িত হয়ে পড়লেন তৃণমূল নেত্রী৷ রাজনৈতিক মঞ্চ থেকে প্রশাসনিক সভা৷ কন্যাশ্রী প্রকল্প নিয়ে বরাবর গর্ব প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল নেত্রী দাবি করেছেন তাঁর সরকার যতগুলি প্রকল্প চালু করেছে তার মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকরী৷ রাজ্যের কন্যা সন্তানদের লেখাপড়ায় উৎসাহিত করতে ২০১৩য় চালু হয় এই প্রকল্প৷ বাংলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে কলকাতা৷ প্রায় ৩৯ লক্ষ ছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছে৷ কন্যাশ্রীর জন্য ইউনিসেফ আগেই রাজ্যকে পুরস্কৃত করে৷ এরপর ফের সেরার শিরোপা রাজ্যের মুকুটে৷ নেদারল্যান্ডের দ্য হেগ শহরে রাষ্ট্রসংঘের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷এদিন শুরু থেকেই যথেষ্ট নার্ভাস ছিলেন মুখ্যমন্ত্রী৷প্রথমে মঞ্চে বক্তব্য রাখার সময় নার্ভাসের ছাপ ধরা পড়ে মুখ্যমন্ত্রীর চোখে-মুখে৷এরপর বিশ্বের মোট ৬৩টি দেশকে পেছনে ফেলে শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে বাংলার কন্যাশ্রী প্রকল্পকে বেছে নেয় রাষ্ট্রসংঘ৷ ৬৩ টি দেশের মোট ৫৫২টি প্রকল্পের মধ্যে কন্যাশ্রী প্রথম হওয়ায় স্বভাবতই পুরষ্কার নিতে উঠে আবাগতাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উল্লেখ্য, ৫৫২ প্রকল্পের তালিকায় কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের প্রকল্প ছিল৷ তবে উল্লেখযোগ্য কোনও ব়্যাংক পায়নি৷ফের একবার মমতা-ই প্রমাণ করলেন, আজকে বাংলা যা ভাবে ভারত তো বটেই বিশ্বও ভাবে অনেক অনেক পরে৷ আর/১০:১৪/২৩ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t3oHC5
June 24, 2017 at 04:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top