মুরাদনগর প্রতিনিধি ● মুরাদনগরে ডাকাত-পুলিশ গুলি বিনিময়ের ঘটনায় গুলিবিদ্ধ ডাকাত সর্দার কামাল হোসেন (৩৫) মারা গেছেন। রোববার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
মৃত কামাল হোসেন জাহাপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত গভীর রাতে জেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের বোড়ারচর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-ডাকাতদলের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ডাকাত কামাল হোসেনসহ আরও চার ডাকাত গুলিবিদ্ধ হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিব্ধ ৪ ডাকাতসহ ৭ ডাকাতকে আটক করেছিল। উদ্ধার করেছিল ২টি এলজিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র।
আটক ডাকাতরা হলেন তিতাস উপজেলার খানে বাড়ি গ্রামের খোরশেদ আলমের ছেলে ডাকাত সর্দার ফারুক, দাউদকান্দি উপজেলার পিপুরিয়াকান্দা গ্রামের শামসুল হকের ছেলে মহসিন, চাদঁপুর জেলার কচুয়া উপজেলার রাজারামপুর গ্রামের দৌলত মিয়ার ছেলে জুলহাস, জাহাপুর গ্রামের মোশাররফ মিয়ার ছেলে শাহ পরান, চান্দিনা উপজেলার বসিদপুর গ্রামের মৃত চান মিয়া ব্যাপারি ছেলে রুবেল মিয়া, শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার উত্তরখান গ্রামের মেহেরচান গাজীর ছেলে আলমগীর হোসেন।
The post মুরাদনগরে গুলিবিদ্ধ ডাকাত সর্দারের মৃত্যু appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2r82YEX
June 11, 2017 at 10:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন