মুম্বাই, ১০ জুন- একে একে ৩১টি বসন্ত পেছনে ফেলে ৩২-য়ে পা দিলেন নিরজা অভিনেত্রী। এ বছর মুক্তি পেতে চলেছে তার তিনটি নতুন ছবি। জন্মদিনে জেনে নিন অনিল কাপুর তনয়ার জীবনের কিছু বিশেষ দিক। তারকা সন্তান হলেও নিজের চেষ্টায় আজ বলিউডে শক্ত জায়গা করে নিয়েছেন সেনম কাপুর। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সফল ফ্যাশন ডিজাইনারও। এ বছর মুক্তি পেতে পারে সোনমের নতুন তিনটি ছবি- রণবীর কাপুরের বিপরীতে সঞ্জয় দত্তের জীবনী, বোন রিয়া কাপুর পরিচালিত ভীরে দি ওয়েডিং ও অক্ষয় কুমারের বিপরীতে প্যাডম্যান ছবিতে দেখা যাবে তাকে। নিরজা ছবিতে অভিনয়ের সুবাদে সম্প্রতি পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই জনপ্রিয় অভিনেত্রীর জীবনের বিশেষ কিছু অধ্যায়- ১। ছিমছাম, সাদামাটা চরিত্রে অভিনয় বরাবরই ছিমছাম, সাদা সিধে চরিত্রে ভালো মানিয়ে যান সোনম। জমকালো তারকা চরিত্রের চেয়ে পাশের বাড়ির মেয়ে চরিত্রেই বেশি মানানসই তিনি। খুবসুরত ছবির মনোবিশেষজ্ঞ, দিল্লি সিক্স ছবির দিল্লির সাদামাটা মেয়ে, ভাগ মিলখা ভাগ ছবিতে মিলখা সিংয়ের প্রেমিকা ইত্যাদি চরিত্রগুলোর জন্য বিশেষভাবে জনপ্রিয় তিনি। ২। নিরজা ভানোত চরিত্রে অনন্য অভিনয় সোনমের আগেকার সব সিনেমার চেয়ে একেবারেই আলাদা নিরজা ছবির নিরজা ভানোত চরিত্রটি। সাহসী বিমানবালা নিরজা ভানোতের সত্যিকারের ঘটনা নিয়ে নির্মিত এ ছবিতে সোনমের অসাধারণ অভিনয়ের কথা সহজে ভোলার নয়! এ ছবির জন্য চলতি বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ সম্মাননাও পেয়েছেন তিনি। ৩। নারীবাদী সোনম আর দশটা অভিনেত্রীর মতোই ফ্যাশন ও স্টাইল সচেতন হলেও এগুলোই নারীদের জীবনের সব কিছু এমনটা মনে করেন না সোনম। সম্প্রতি ফেমিনা পত্রিকার প্রচ্ছদে নারীদের পোশাক দিয়ে তাদের বিচার করার বিরুদ্ধে অবস্থান নিতে দেখা গেছে তাকে। ৪। শরীর ও সৌন্দর্য নিয়ে বয়ঃসন্ধিকালে সোনমের হতাশা এ মুহূর্তে বলিউডের সেরা সুন্দরীদের একজন হলেও এক সময়ে নিজের চেহারা ও শরীর নিয়ে রীতিমতো হতাশায় ভুগতেন সোনম। বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাতকারে সোনম জানিয়েছেন, মোটা হওয়ার কারণে বয়ঃসন্ধিকালীন সময়ে হীন্যমন্যতায় ভুগতেন তিনি। পরবর্তীতে নিজের হতাশার জায়গাটাকেই তার সবচেয়ে শক্তিশালী গুণে পরিণত করেন তিনি। ৫। একজন সফল ফ্যাশন ডিজাইনার সম্প্রতি বোন রিয়া কাপুরের সঙ্গে যৌথভাবে একটি ফ্যাশনহাউজ দাঁড় করিয়েছেন সোনম। অভিনয়ের পাশাপাশি এবারে ফ্যাশন ডিজাইনার হিসেবে দেখা যাবে খুবসুরত অভিনেত্রীকে। আর/১২:১৪/১০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2scfE1U
June 10, 2017 at 06:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top