গান্ধিজি ‘চতুর বানিয়া’, অমিত শাহ-র মন্তব্যে তোলপাড়

নয়াদিল্লি, ১০ জুনঃ মহাত্মা গান্ধি একজন ধূর্ত ব্যবসায়ী ছিলেন বলে মন্তব্য করলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গতকাল ছত্তিশগড়ে একটি জনসভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ‘বহুত চতুর বানিয়া থা বো’।

২০১৮ সালের শেষে আগামী নির্বাচনের আগে দলের সংগঠন বাড়াতে ছত্তিশগড়ে তিনদিনের সফরে গিয়েছেন অমিত শাহ। সেখানেই গতকাল জনসভার দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে গান্ধিজি সম্পর্কে এই মন্তব্য করেছিলেন।

অমিত শাহ বলেছেন, ‘কংগ্রেস কোনও মতাদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়নি। দেশের স্বাধীনতার অর্জনের জন্য গড়ে উঠেছে। ডান, বাম, সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট বিভিন্ন আদর্শে এই দলে যোগ দিয়েছিলেন। এই সুযোগটিকে গান্ধিজিও কাজে লাগিয়েছিলেন। ধূর্ত ব্যবসায়ীর মতো আগামীদিনে কি হতে চলেছে তা বুঝতে পেরেছিলেন। সে কারণেই স্বাধীবতার পরই কংগ্রেস ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে গান্ধিজি কাজটিতে সক্ষম না হলেও কিছু লোক ওই দল ভেঙে ফেলার কাজ সম্পন্ন করছেন।’

বিজেপি সভাপতির এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছে কংগ্রেস। দলের পক্ষ থেকে তাঁকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলা হয়েছে। কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধি কোনো মন্তব্য না করলেও, টুইটারে সত্য এবং ভালোবাসার শক্তি সম্পর্কে গান্ধিজির একটি উক্তি পোস্ট করেন।

দলের মুখপাত্র রণদীপ সিং সুরযেওয়ালা বলেন, ‘এরা দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের দাবি, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং জাতির জনককে অপমান করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং গোটা বিজেপি দলকে দেশের সমস্ত নাগরিক এবং স্বাধীনতা সংগ্রামীর পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে।’ সুরযেওয়ালার তোপ, ‘অমিত শাহ নিজেই তো একজন ক্ষমতার ব্যবসায়ী। আজ উনি ভারতের স্বাধীনতা আন্দোলনকে ব্যবসায়িক মডেল বলছেন।’

এদিকে, মহাত্মা গান্ধিকে ধূর্ত ব্যবসায়ী বলার জন্য অমিত শাহ-র তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘গান্ধিজি সম্পর্কে উনি যা বলেছেন, তা একেবারেই দুর্ভাগ্যজনক, অনভিপ্রেত এবং অনৈতিক। অমিত শাহ-এর উচিত, গান্ধিজি সম্পর্কে উনি যে মন্তব্য করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া এবং ক্ষমা চাওয়া।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2seHNpa

June 10, 2017 at 08:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top