সুনামগন্জে তিন লাখ টাকার গাঁজা সহ ভাই- বোন গ্রেফতার….

নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে তিন লাখ টাকার ভারতীয় গাঁজার চালান সহ রবিবার থানা পুলিশ সহোদর ভাই বোনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, সুনাগঞ্জের তাহিরপুরের বাদাঘাট উওর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের কাজল মিয়ার স্ত্রী আছমা বেগম ও তার সহোদর বড় ভাই কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের চরপাড়ার মৃত আবদুল আলীর ছেলে শহীদ মিয়া।’

জানা গেছে, তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধরের নেতৃত্বে রবিবার বিকেল ৫টায় পুলিশের একটি দল উপজেলার ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত হাবিজ উদ্দিনের ছেলে মগবুল হোসেনের বসতঘর লাগোয়া গোয়াল ঘর থেতে তিনটি বস্তা ভর্তি ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্যার করে। এ সময় গাঁজা ব্যবসার সাথে সরাসরি জড়িত থাকায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের চরপাড়ার মৃত আবদুল আলীর ছেলে শহীদ মিয়া, সুনাগঞ্জের তাহিরপুরের বাদাঘাট উওর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের কাজল মিয়ার স্ত্রী আছমা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।’

এদিকে পুলিশের হাতে গ্রেফতারকৃত শহীদ জানায় ব্রাম্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তপথে এসব গাঁজার চালান নিয়ে এসে ভগ্নিপতি কাজল বোন,আছমা, মগবুল ও শহীদ যৌথভাবে গত কয়েক বছর ধরে তাহিরপুর,জামালগঞ্জ ও বিশ^ম্ভরপুর উপজেলার বিভিন্ন মাজার কেন্দ্রিক ও মাদক ব্যবসায়ীদের নিকট গাঁজা বিক্রয় করে আসছিলো।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rzcP7L

June 04, 2017 at 10:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top