সুরমা টাইমস্ :: সিলেট নগরীর বন্দরবাজার ওরেয়েন্টাল মার্কেটের পার্কিংয়ের এক কর্মচারীকে মারধর করেছে মার্কেটের সভাপতি পাবেল আহমদ সহ তার সহযোগিরা। বৃহস্পতিবার রাত ১০টায় অরিয়েন্টাল মার্কেটে এই ঘটনা ঘটে।
জানা যায়, মার্কেটের পার্কিংয়ের মালিক শামিম আহমদ অনেকদিন যাবত এ পার্কিং পরিচালনা করে আসছেন। পূর্ব শত্র“তার জের ধরে আজ বৃহস্পতিবার পার্র্কিং এর কর্মচারী ফরহাদ আহমদ (২০)-কে মারধর করে গুরুতর আহত করে এবং পার্কিংয়ের অফিসে জিনিসপত্র ভাংচুর করে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে পরিস্থিতি শান্ত করে এবং ফরহাদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পাশাপাশি পার্কিংয়ের লোকজন এসে মার্কেটের সামন অবরোধ করে। খবর শুনে কতোয়ালী থানার পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sIGhbG
June 09, 2017 at 03:04AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন