নয়াদিল্লি, ১৪ জুনঃ রাষ্ট্রপতি পদে প্রার্থী ঠিক করার জন্য বিজেপির ৩ সদস্যের কমিটি গঠন করা হয়ছিল ১২ জুন। শাসক দলের তরফে রাষ্ট্রপতি পদে প্রার্থী কে হবে তা ঠিক করবে এই কমিটি। কিন্তু এখনো রাষ্ট্রপতি পদে প্রণব মুখোপাধ্যায়ের উত্তরসূরী বাছাইয়ের ক্ষেত্রে ঐক্যমত্যে আসতে পারেনি কোনো দলই। তাই এব্যাপারে কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠকে বসবেন অরুণ জেটলি, রাজনাথ সিং এবং বেঙ্কাইয়া নাইডু। আগামী ২৩ জুনের মধ্যে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করতে চাইছে এনডিএ শিবির।
বিরোধীদের দাবি, আগে শাসকদল তাদের প্রার্থী দেবে, তারপরই বিরোধী দল তাদের প্রার্থী ঘোষণা করবে। রাষ্ট্রপতি প্রণব মুকোপাধ্যায়কেই দ্বিতীয়বার রাষ্ট্রপতি পদে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মত সমর্থন করছেন কংগ্রেস সহ অন্যান্য বিরোধী শিবিরও। আবার তিনি বাদ দিয়ে অপর পছন্দ হিসেবে উঠে আসছে পশ্চিমবঙ্গের প্রাক্তণ রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নামও।
এদিকে আজ বিএসপি নেতা সতীশ মিশ্র ও এনসিপি-র প্রফুল্ল মিশ্রর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বেঙ্কাইয়া নাইডু। পরের লক্ষ্য সোনিয়া গান্ধী ও ইয়েচুরির সঙ্গে বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।
১৭ জুলাই রাষ্ট্রপতি পদে ভোট ঘোষণা কেন্দ্রের। ফল ঘোষণা ২০ জুলাই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sasLOm
June 14, 2017 at 07:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন