কলকাতা, ১৭ জুন- গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়ক অমর রাইয়ের ছেলে বিক্রম রাই গ্রেফতার৷ শুক্রবার রাত সাড়ে ১২ টা নাগাদ তাকে গ্রেফতার করেছে পুলিশ৷ মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন বিক্রম৷ভানুভক্ত ভবনে গন্ডোগোলের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে৷ অমর রাই জানিয়েছেন, বিক্রমকে কেন গ্রেফতার করা হল তা আমাদের কাছে পরিষ্কার নয়৷ আইনের পথে যাওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে৷ এদিকে, বিনয় তামাং-এর অভিযোগ, শনিবার ভোররাতে তার বাড়িতে তল্লাশির নামে ভাংচুর চালিয়েছে পুলিশ৷ তল্লাশির প্রতিবাদে সকাল থেকেই মোর্চ সমর্থকরা বিনয় তামাং-এর বাড়ির সামনে স্লোগান দেয়৷ অন্যদিকে, শুক্রবার গভীর রাতে বিজনবাড়িতে পূর্ত দফতরের বাংলোতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে মোর্চার বিরুদ্ধে৷ অভিযোগ অস্বীকার করেছে মোর্চা৷ শনিবার দিনভর মিছিলের কর্মসূচী রয়েছে মোর্চার৷ গোটা পাহাড়ে সমস্ত জায়গা থেকে মিছিল যাবে মোর্চা প্রধান বিমল গুরুং-এর বাড়ি পাতলেবাসে৷ অশান্তির আশঙ্কার গোটা পাহাড়ে ব্যারিকেড করে রেখেছে পুলিশ৷ এদিন সন্ধ্যে সাতটা থেকে তিন ঘণ্টা পাহাড় বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিনয় তামাং৷ তিনি বলেন, পুলিশ বাধা দিলে রাস্তার সব পথবাতি ভেঙে দেওয়া হবে৷ পাহাড়ের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশান৷ পাহাড়ের পরিস্থিতি ১৫টি পর্ষদকে নিয়ে এদিন দেড়টা নাগাদ নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় থাকবেন৷ পর্ষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানকে তলব করা হয়েছে৷ এ আর/১৩:০৫/১৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sJ4RvS
June 17, 2017 at 07:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top