ঢাকা, ০৯ জুন- লাল রংয়ের পোশাক পরিহিত মানুষটিকে হঠাৎ করে দেখলে কিছুটা চেনা আবার অচেনাও মনে হয়। খানিকটা সময় চোখে ধন্দেও লেগে যায়। কিছুটা সময়ও লেগে যায় উত্তর খুঁজে পেতে। আর তার কোলে সাদা পোশাক পরিহিত একটি বাচ্চা মেয়ে। তারা দুজন হলেন চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি এবং তার মেয়ে লামিয়া চৌধুরী। বাংলাদেশের দুষ্প্রাপ্য কিছু ফটোগ্রাফের কালেকশন নামের একটি পেইজে ছবিটি পাওয়া গিয়েছে। দিতি ও তার মেয়ে লামিয়া চৌধুরী দিতি অভিনীত প্রথম চলচ্চিত্র ডাক দিয়ে যাই। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। সুভাষ দত্ত পরিচালিত স্বামী স্ত্রী ছবিতে অভিনয় করে দিতি প্রথম বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর মস্তিষ্কে ক্যানসারে আক্রান্ত হওয়ায় ২০১৫ সালের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে নেয়া হয়। মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেই বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ৮ জানুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে থাকাকালীন ২০১৬ সালের ২০ মার্চ বিকেল ৪টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যগ করেন। আর/১০:১৪/০৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s4UBgQ
June 10, 2017 at 04:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top