গ্যাংটক, ২৪ জুনঃ নাথু লা দিয়ে মানসরোবর যাত্রার অনুমতি দিচ্ছে না চীন। গতবারের মতো এবারও প্রথম ব্যাচের ৪৭ জন তীর্থযাত্রীর নাথু লা হয়ে চীনে ঢোকার কথা ছিল। কিন্তু চীন তাঁদের অনুমতি না দেওয়ায় তাঁরা শনিবার গ্যাংটকে ফিরে এসেছেন। গত ১৬ জুন তাঁরা গ্যাংটক থেকে যাত্রা শুরু করেছিলেন। দ্বিতীয় ব্যাচের তীর্থযাত্রীদের এদিনই গ্যাংটক থেকে নাথু লা-র উদ্দেশে যাত্রা করার কথা। তৃতীয় ব্যাচের তীর্থযাত্রীরা ২৭ জুন মানসরোবর যাত্রা করবেন গ্যাংটক থেকে।
চীনের ভিতরে থাকা মানসরোবর ভারতীয় তীর্থযাত্রীদের অন্যতম গন্তব্য। নাথু লা হয়ে সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় মানসরোবরে শিব দর্শনে। ২০১৫ সালে ভারত-চীন দু-দেশের সহমতের ভিত্তিতে নাথু লা দিয়ে মানসরোবর যাত্রীদের যাতায়াতের অনুমতি দেয় চীন। এবছর সাতটি ব্যাচে মোট ৪০০ জন তীর্থযাত্রীর নাথু দিয়ে মানসরোবরে যাওয়ার কথা।
নাথু লা হয়ে মানসরোবর দর্শনের আয়োজক সিকিম টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন জানিয়েছে, প্রথম দুই ব্যাচের যাত্রীদের গ্যাংটকে রাখা হয়েছে। পরিস্থিতির কথা পররাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে। ওই তীর্থযাত্রীদের উত্তরাখণ্ডের লিপুলেখ হয়ে যাওয়ার বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। যাঁরা রাজি হবেন না তাঁদের টুরের খরচ ফেরত দেওয়া হবে। নয়াদিল্লির একটি সূত্র জানিয়েছে, চীনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sMgYWL
June 24, 2017 at 01:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন