নয়াদিল্লি, ৪ জুনঃ ভারতীয় সেনাবাহিনাতে মহিলাদের সম্মুখসমরে নামানো হয়না। তবে বিষয়টিতে আসতে চলেছে বদল। মুখোমুখি যুদ্ধে দেখা যাবে মহিলা সেনাকর্মীদের। জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। এতদিন মহিলারা সেনাবাহিনীতে কাজ করলেও মুখোমুখি যুদ্ধের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষদেরই একচেটিয়া ছিল।
জানা গিয়েছে, প্রাথমিকভাবে সেনাবাহিতে পুলিশ বিভাগে নেওয়া হবে মহিলাদের। তারপর তাঁদের নিয়োগ করা হবে সেনা জওয়ান পদে।
সেনাপ্রধান জানিয়েছেন, মেয়েদের যুদ্ধে পাঠানোর বিষয়টি কেন্দ্রের বিবেচনাধীন। খুব দ্রুত সবুজ সংকেত পেতে চলেছে বিষয়টি।
উল্লেখ্য, সেনাবাহিনীর চিকিত্সা, আইন, সিগনাল ও ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিভিন্ন শাখায় মেয়েদের নিয়োগ করা হয়। কিন্তু সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার চল নেই এদেশে। কারণ যুদ্ধবন্দী হলে তাঁদের ওপর অকথ্য অত্যাচার হতে পারে।
জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ব্রিটেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, সুইডেন ও ইজরায়েল ছাড়া কোথাও এই সুযোগ দেওয়া হয় না।
গত বছর ভারতীয় বায়ুসেনা ৩ মহিলা অফিসারকে ফাইটার পাইলট পদে নিয়োগ করেছে। বিষয়টি বিবেচ্য নৌসেনাতেও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qPMuFs
June 04, 2017 at 09:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন