কেপ টাউন, ২০ জুন- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার দল আছে। কলকাতা নাইট রাইডার্স। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও আছে। ত্রিনবাগো নাইট রাইডার্স। শোনা যাচ্ছিল বলিউড সুপারস্টার ও ক্রিকেট ব্যবসায়ী শাহরুখ খান এবার দক্ষিণ আফ্রিকাতেও দল কিনতে যাচ্ছেন। সেই শোনাটা এখন সত্যে রূপান্তরিত। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা টি-টুয়েন্টি গ্লোবাল লিগে শাহরুখের দলটার নামেও আছে নাইট রাইডার্স। সেটিকে ডাকা হবে কেপ টাউন নাইট রাইডার্স নামে। সোমবার লন্ডনে গ্লোবাল লিগের লঞ্চিং অনুষ্ঠানে এসেছে এই ঘোষণা। এ নিয়ে বৈশ্বিক টি-টুয়েন্টি লিগে মোট তিনটি ফ্র্যাঞ্চাইজি হলো শাহরুখের। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) প্রেসিডেন্ট ক্রিস নেনজাই ও তাদের সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাত লন্ডনের ইভেন্টে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন অনেক তারকা খেলোয়াড়। আর শাহরুখ খান নতুন দল পেয়ে দারুণ রোমাঞ্চিত। খুশি নিয়ে জানিয়েছেন, নাইট রাইডার্সের সবার পক্ষ থেকে নতুন এই টি-টুয়েন্টি গ্লোবাল লিগ চালুর উদ্যোগের জন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে অভিনন্দন জানাই। এই বৈশ্বিক লিগে নাইট রাইডার্সকে অংশ করে নিয়েছে বলে আমরা উদ্বেলিত ও কৃতজ্ঞ। শাহরুখ ওখানে কো ওনার বা সহ মালিক। পার্টনার আছে। তবে যেখানে শাহরুখ, সাথে নাইট রাইডার্স সেখানে এই মহা তারকার নামেই দলকে চিনবে সবাই সেটাই স্বাভাবিক। শাহরুখের দলের মারকুই খেলোয়াড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার সুপারস্টার জেপি ডুমিনি। তবে আইপিএলের আগামী মৌসুমে ডুমিনি কলকাতা নাইট রাইডার্সে খেলবেন এমন নিশ্চয়তা নেই। দক্ষিণ আফ্রিকার এই লিগে কেপ টাউন ও নিউল্যান্ডস হবে নাইট রাইডার্সের হোম। প্রথম এই বৈশ্বিক ২০ ওভারের ঘরোয়া আসর নভেম্বরে শুরু হবে। ফাইনাল ১৬ ডিসেম্বর। আর আসরের প্লেয়ার্স ড্রাফট বা খেলোয়াড় নিলাম হবে ১৯ আগস্ট। সেখানে ১০টি দেশের অন্তত ৪০০ ক্রিকেটারের নাম থাকবে বলে জানা গেছে। এ আর/১৫:২০/২০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ryCLQ2
June 20, 2017 at 09:21PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন