নিজস্ব প্রতিবেদক : সিলেটের ব্লগার অনন্ত বিজয় রায় হত্যার মামলার শুনানি আবারও পিছানো হয়েছে। মঙ্গলবার (২০ জুন) শুনানির নির্ধারিত তারিখ থাকলেও কোন আসামী আদালতে হাজির করতে না পারায় সিলেট মহানগর দায়রা জজ আদালত এ মামলার পরবর্তী শুনানীর তারিখ ১৬ জুলাই নির্ধারন করেন।
পিপি মফুর আলী বলেন, পলাতক আসামীদের আদালতে হাজির করতে না পারার কারণে আদালত আগামী ১৬ জুলাই পরবর্তী শুনানীর তারিখ নির্ধারণ করে।
তিনি আরো বলেন, এ মামলার গ্রেফতারকৃত অন্যতম আসামী ফারাবীর অন্য মামলায় হাজিরা থাকার কারণে তাকেও হাজির করা যায় নি। পলাতক আসামিদের গ্রেপ্তার করে ওইদিন আদালতে হাজির করারও নির্দেশ দেওয়া হয়।
উল্লোখ যে, ২০১৫ সালের ১২ মে সকালে কর্মস্থলে যাওয়ার পথে সিলেট নগরীর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ব্যাংকার ব্লগার অনন্ত বিজয় দাশকে (৩২)।
পরদিন অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ বাদী হয়ে সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাত চারজনের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করেন।
বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী পরিকল্পিতভাবে খুন করেছে বলে মামলায় অভিযোগ আনা হয়।
গত বছরের ২৮ অগাস্ট ৩০২ ও ৩০ ধারায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশের সিআইডি বিভাগ। কিন্তু আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেয়।
গত ১৮ জানুয়ারি সন্ত্রাসবিরোধী ধারা যুক্ত করে সম্পূরক অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী।
অভিযোগপত্রে ছয় আসামি হলেন – সিলেটের কানাইঘাট থানার ফালজুড় গ্রামের জমসেদ আলীর ছেলে আবুল হোসেন ওরফে আবুল হোসাইন (২৫), খালপাড় তালবাড়ি গ্রামের আব্দুর রবের ছেলে ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুর থানার বীরেন্দ্রনগর বাগলী গ্রামের মো. আমির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৫), কানাইঘাট থানার পূর্ব ফালজুড় গ্রামের হাফিজ মঈনউদ্দিনের ছেলে মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহি ওরফে এবি মান্নান ইয়াহিয়া ওরফে ইবনে মঈন (২৪), একই গ্রামের জোয়ায়াদুর রহমানের ছেলে আবুল খায়ের রশিদ আহম্মদ (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার কালিশ্রীপাড়া গ্রামের ফেরদসউর রহমানের ছেলে সাফিউর রহমান ফারাবী ওরফে সাফিউর রহমান (৩০)।
এদের মধ্যে আবুল, ফয়সাল ও হারুন এখনো পলাতক।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sPN4nq
June 20, 2017 at 11:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন