ইউরোপ ::ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক ক্যাসিনোতে বন্দুকধারীর হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫০ জন।
আজ শুক্রবার সকালে রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলা নামের ক্যাসিনোতে এই ঘটনা ঘটে।
সকালে ওই বন্দুকধারী প্রথমে হোটেলের টেলিভিশন মনিটর লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে ক্যাসিনোতে ঢুকে এলোপাতাড়ি গুলি করার পর এতে আগুন ধরিয়ে দেয়। এতে সেখানে বেশিরভাগ লোক শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।
পুলিশ কর্মকর্তা টমাস অ্যাপোলিনারিও বলেন, তাদের ধারণা এটা কোনো সন্ত্রাসী হামলা নয়। ক্যসিনোতে লুটপাট করতেই এ হামলা চালিয়ে থাকতে পারে।
পুলিশ আরো জানিয়েছে, অজ্ঞাত ওই ব্যক্তি একজন নিরাপত্তারক্ষীকে তালাবদ্ধ করে বন্দুক হাতে রিসোর্ট ওয়ার্ল্ড ম্যানিলায় প্রবেশ করে।
ক্যাসিনোতে এই হত্যাকাণ্ড ঘটানোর পর সে আগুন লাগিয়ে দিয়ে নিজে আত্মহত্যা করে।
from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qH7Fp6
June 02, 2017 at 10:40AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন