কানাইঘাটের রাজাগঞ্জে ২পক্ষের সংঘর্ষ আহত ১৫ জন,,

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট রাজাগঞ্জ ইউপির দাওয়াদারী গ্রামে পূর্ব বিরোধের জের ধরে গ্রামের বড় মসজিদে শুক্রবার জুমআর নামাজের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে গিয়ে কানাইঘাট থানার এসআই রাজীব মন্ডল আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের নাম জানা যায় নি। সংঘর্ষের খবর পেয়ে দ্রুত কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, গত রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে রাজাগঞ্জ ইউপির ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য দাওয়াদারী গ্রামের রইছ উদ্দিন ও একই গ্রামের ইলিয়াস গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। তিন দিন পূর্বে ধানের হালির চারা চুরি নিয়ে সাবেক ইউপি সদস্য রইছ মেম্বারের ভাতিজা ফয়ছলকে ইলিয়াস আলীর ভাতিজা কুতুব উদ্দিন সহ কয়েকজন মারধর করে। এ বিষয়টি সামাজিক ভাবে সালিশে নিষ্পত্তির জন্য শুক্রবার সকালে গ্রামের বড় জামে মসজিদে এলাকার মুরব্বীয়ান সালিশে বৈঠকে বসলে সেখানে কথা কাটাকাটির জের ধরে রইছ মেম্বার ও ইলিয়াস গংদের মধ্যে হাতাহাতি হয়। এ নিয়ে গ্রামের বড় মসজিদে জুমআর নামাজের পর পুণরায় কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইউপি সদস্য শরফ উদ্দিন ঘটনাস্থলে এ নিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেন। থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন পুলিশ সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি বলে জানা গেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2snKAsQ

June 03, 2017 at 03:05AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top