শিলিগুড়ি, ২৫ জুনঃ গোর্খাল্যান্ডের নামে আসলে বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে—এর প্রতিবাদে রবিবার সকালে পথে নামল শিলিগুড়ি শহর। হাজার হাজার মানুষ কোনো রাজনৈতিক দলের ব্যানার না ছাড়াই স্লোগান তুললেন-বাংলাকে ভাগ হতে দেব না। বেলা সাড়ে বারোটা নাগাদ এয়ারভিউ মোড়ে পুলিশ মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি শুরু হয়।
সকাল থেকেই মেঘলা ছিল। বেলা দশটা নাগাদ আকাশ কালো করে বৃষ্টি নামে। মিছিল আদৌ করা যাবে কিনা, তা নিয়ে আশঙ্কা ছিল। মিছিলে আসা লোকজনও আশ্রয় নিয়েছিলেন বাঘাযতীন পার্কের আশপাশের বাড়ির নীচে বা দোকানের ভিতর। কিন্তু এক পশলা ভারী বৃষ্টি হয়ে যাওয়ার পরই আকাশ কিছুটা পরিষ্কার হতেই হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। স্লোগান ওঠে – বাংলা ভাগ হতে দেব না। প্রায় ১০ হাজার মানুষের মিছিলে অচল হয়ে যায় হিলকার্ট রোড। যারা পৃথক রাজ্যের কথা বলছে সেই রাজনৈতিক দলকেও ছেড়ে কথা বলেননি এদিন মিছিলকারীরা। তাদের বিরুদ্ধেও স্লোগান ওঠে।
ওয়াকিবহাল মহল বলছে, প্রশান্ত তামাং ফ্যান ক্লাবের মতো অরাজনৈতিক মঞ্চ থেকেই উত্থান গোর্খা জনমুক্তি মোর্চার। তাদের হাত ধরেই গোর্খাল্যান্ডের দাবিতে উগ্র রাজনীতির পুনর্জন্ম। এবার সমতলেও বাংলাভাগের চক্রান্তের প্রতিবাদ করে অরাজনৈতিক মঞ্চ তৈরি হওয়ার পথে। এর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা তৈরি হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2t8skXs
June 25, 2017 at 01:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন