ঢাকা, ২৬ জুন- এবার ঈদে বিভিন্ন প্রযোজনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে অসংখ্য কণ্ঠশিল্পীর অসংখ্য গান। পাশাপাশি মিউজিক ভিডিও, সিঙ্গেল ট্র্যাক, ডুয়েট ছাড়াও রয়েছে মিক্সড অ্যালবাম। সেসবের একাংশ এখানে উল্লেখ করা হলো। লেজার ভিশন লিমিটেড লেজার ভীষণ থেকে প্রতিবেদককে পাঠানো তথ্যানুযায়ী, এবারের ঈদে তাদের ব্যানার থেকে যে গানগুলো রিলিজ হচ্ছে, সেগুলো হলো- ১। হৃদয়ে তুমি: এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভর অ্যালবাম হৃদয়ে তুমি। ফয়সাল রাব্বিকীনের কথায় এবং কাজী শুভর সুরে অ্যালবামটির সঙ্গীত আয়োজনে ছিলেন রাফি। অ্যালবামটিতে মোট ৪ টি রোমান্টিক ধাঁচের গান রয়েছে। এই অ্যালবামে একটি গানে সহশিল্পী ছিলেন পূজা। ২। আমাকে জড়িয়ে রাখো: রেজাউর রহমান রিজভীর কথায় এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাকিব মোসাব্বির এর একক অডিও অ্যালবাম আমাকে জড়িয়ে রাখো। গানগুলোর সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন রাকিব মোসাব্বির। অ্যালবামটিতে মোট তিনটি মেলোডী ও রোমান্টিক গান রয়েছে। ৩। আর কত দূর: কণ্ঠশিল্পী শাহরীদ বেলালের কণ্ঠে গাওয়া আধুনিক একক অডিও অ্যালবাম আর কত দুর। শাহরীদ বেলাল, জাকির শেখ এবং সালেহ্ আহমেদ মনার কথায় অ্যালবামটির সুর করেছেন শাহরীদ বেলাল। গানগুলোর সঙ্গীত আয়োজনে ছিলেন রেজওয়ান শেখ। অ্যালবামটিতে মোট ০৫ টি গান রয়েছে। এই অ্যালবামের একটি গানে সহশিল্পী হিসেবে ছিলেন ফারাবি। ৪। নীলিমা: এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর একটি গান নীলিমা। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন জে.কে। ৫। রঙের ঘুড়ি: অজয় মিত্রের কথা, সুর ও সঙ্গীত আয়োজনে কণ্ঠশিল্পী ঐশীর একটি গান রঙের ঘুড়ি। ৬। হৃদয়ের নাও: জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার একটি গান হৃদয়ের নাও। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন সজীব দাস। ৭। দে দে পাল তুলে দে: আব্দুর রহমান বয়াতীর কথা ও সুরে জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর একটি গান দে দে পাল তুলে দে। ৮। ঢলে ঢলে: ক্লোজআপ খ্যাত কণ্ঠশিল্পী সাব্বির জামানের ঢলে ঢলে। গানটির কথা লিখেছেন জীবক বড়ুয়া, সুর করেছেন মোঃ জিয়াউল কবির শুভ ও সাব্বির জামান এবং সঙ্গীত পরিচালনায় সাব্বির জামান। ৯। সময়: প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শান্তর সময়। গানটির কথা লিখেছেন জীবক বড়য়া, সুর করেছেন মুন এবং সঙ্গীত পরিচালনায় ইফতেখারুল লেনিন। ১০। বৈরাগী মন: প্রতিশ্রুতিশীল ফোক শিল্পী বাউল ফরহাদের ফোক গানের অ্যালবাম বৈরাগী মন। গানগুলোর কথা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাউল ফরহাদ এবং একটি গানের কথা ও সুর করেছেন কবির সরকার। অ্যালবামটিতে মোট পাঁচটি গান রয়েছে। ১১। মন রে: কণ্ঠশিল্পী তানজিন মিথিলার আধুনিক গানের অ্যালবাম মন রে। অ্যালবামটির কথা ও সুর করেছেন তানজিন মিথিলা এবং সঙ্গীত পরিচালনা করেছেন জেড এইচ বাবু। অ্যালবামটিতে ছয়টি গান রয়েছে এবং চারটি গানে সহশিল্পী হিসেবে ছিলেন কাজী শুভ, এফ এ সুমন, অয়ন চাকলাদার এবং ক্লোজআপ খ্যাত কণ্ঠশিল্পী রাজিব । ১২। মন জানে: জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান এর মন জানে। গানটি লিখেছেন শফিকুল ইসলাম ভূঞা, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান। ১৩। যাবে যদি চলে: জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান এর যাবে যদি চলে। গানটি লিখেছেন শফিকুল ইসলাম ভূইঁয়া এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বেলাল খান। ১৪। রঙের দুনিয়া: জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ এর রঙের দুনিয়া। গানটি লিখেছেন শফিকুল ইসলাম ভূইঁয়া, সঙ্গীত পরিচালনায় ছিলেন মুশফিক লিটু, সুর করেছেন মুরাদ নূর। ১৫। একা: জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজ্জাদ হোসেন শাওন (গানওয়ালা) এর একা। গানটি লিখেছেন জিয়াউদ্দিন আলম, সুর করেছেন সাজ্জাদ হোসেন শাওন এবং সঙ্গীত আয়োজনে ছিলেন এম এ রহমান। ১৬। রুপকাহন: জনপ্রিয় কণ্ঠশিল্পী তারেক তূর্যের রুপকাহন। গানটি লিখেছেন সারওয়ার হাসান বাপ্পী, সুর করেছেন তারেক তূর্য এবং সঙ্গীত আয়োজনে ছিলেন অটামনাল মুন। লেজার ভিশন লিমিটেড এর মিউজিক ভিডিও সমূহ: ১। জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভর ভালবাসি কতটা ভিডিওটির মডেল আরিফাত ও অপূর্ব, নির্মাতা হলেন সৌমিত্র ঘোষ ইমন। ২। বেলাল খান এর তোমার কি একটা বিকেল হবে ভিডিওটির নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ৩। কণ্ঠশিল্পী রাকিব মোসাব্বির এর তুমি এসেছিলে ভিডিওটির মডেল দ্বিপ ও তৃষ্ণা এবং ভিডিওটির নির্মাতা রাকিব মোসাব্বির। ৪। জনপ্রিয় কণ্ঠশিল্পী সাব্বির জামান এর ঢলে ঢলে ভিডিওটির মডেল রেহানা জামান এবং ভিডিওটির নির্মাতা সাব্বির জামান। ৫। প্রতিশ্রুতিশীল কন্ঠশিল্পী শান্তর সময় ভিডিওটির মডেল মিতি ও আলিফ এবং ভিডিওটির নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। ৬। জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেলাল খান ও প্রিয়াংকার ভাসি ডুবি ভিডিওটির নির্মাতা সৈকত রেজা। ৭। জনপ্রিয় কণ্ঠশিল্পী তারেক তূর্যের রুপকাহন। গানটি লিখেছেন সারওয়ার হাসান বাপ্পী, সুর করেছেন তারেক তূর্য এবং সঙ্গীত আয়োজনে ছিলেন অটামনাল মুন। ৮। জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলন ও পুজার যায়না বাঁচা গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সঙ্গীত পরিচালনা করেছেন রেজোয়ান শেখ, গানটিতে অভিনয় করেছেন আমির পারভেজ এবং জাকিয়া ইমি। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সেজুল হোসেন। সবগুলো গানের মিউজিক ভিডিও লেজার ভিশনের ইউটিউব চ্যানেল লেজার ভিশন মিউজিক এ প্রকাশিত হয়েছে। সাউন্ডটেক সাউন্ড টেক থেকে প্রতিবেদককে পাঠানো বার্তায় জানা গিয়েছে যে- এবারের রোজার ঈদে শ্রোতাপ্রিয় ও প্রতিষ্ঠিত শিল্পীদের ১০টি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। সেগুলো হচ্ছে- ১। ইমরানের আমার ইচ্ছে কোথায় গানের অডিও ও ভিডিও। গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। সুর ও সংগীত আয়োজন করেছেন শিল্পী নিজেই। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন কলকাতার মেয়ে মৌমিতা হরি। ২। মিনারের আলো নেই আলোতে। এটি একটি সিঙ্গেল ট্র্যাক। ওমর ফারুক বিশালের কথায় গানটির সুর-সংগীত করেছেন নাবিল সালেহীন নিলয়। ৩। জনপ্রিয় শিল্পীদের মিক্সড অ্যালবাম বুঝলিনা মন প্রকাশ পাচ্ছে। এতে গান গেয়েছেন কণা, এস আই টুটুল, সালমা, রিংকু, নিকার ও শাকিল আহমেদ। সবগুলো গানের সুর-সংগীত করেছেন আবিদ রনি। কথা লিখেছেন আশিকুল হক তরুণ। ৪। আহমেদ রিজভীর কথায় নাজির মাহমুদের সুরে আর মুশফিক লিটুর সংগীতে ন্যনসির কোন মন্তরে শীর্ষক গানটি প্রকাশিত হচ্ছে। ৫। কাজী শুভর চারটি গানের মিক্সড অ্যালবাম মন পোড়েরে প্রকাশ পাবে এই ঈদে। ৬। সালমার নতুন গান ভেতর থেকে তোরে চাই। গানটির কথা লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ আর সুর ও সংগীত সুমন কল্যাণ। ৭। দিনাত জাহান মুন্নির কণ্ঠে প্রকাশ পাচ্ছে নতুন গান বৃষ্টি বিরহ। গানটির কথা ও সুর করেছেন কবির বকুল। ৮। খন্দকার বাপ্পি ও বর্ষার কণ্ঠে প্রকাশিত হবে জলে ভেজা চোখ। ৯। বিন্দু কণার কণ্ঠে প্রকাশ পাচ্ছে চাইলাম যারে। এবং- ১০। তৌসিফের তোকে ছাড়াসহ একাধিক মিক্সড অ্যালবাম ও নতুন গান। ১১। ইথুন বাবুর কথা ও সুরে আতিক হাসানের পাঁচটি গানের একটি অ্যালবাম আসছে। ১২। আসবে প্রিন্স হাবিবের ৫টি গান। এছাড়াও- ১৩। শেখ রেজার কথা ও এস পুলকের সুর ও সংগীতে পলাশ সাজ্জাদের লাল শাড়ি অ্যালবামের ৫টি গান আসবে সাউন্ডটেকের ব্যানারে। জি সিরিজ জি সিরিজ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী এবারের ঈদ প্রয়াসে তাদের ব্যানার থেকে আসছে: ১। ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে যাত্রী ব্যান্ডের সেল্ফ টাইটেল্ড অ্যালবাম। ঈদ উপলক্ষে জি সিরিজের ব্যানারে প্রকাশিতব্য যাত্রীর এই অ্যালবামে গান রয়েছে ৮টি। গানগুলোর শিরোণামগুলো হলো- যাবে কি চলে, ভুলে যাও, বাংলাদেশি, অপেক্ষা, তুমি আমি সে, নিয়ম ছাড়া, কে ডাকে ২০১৭ এবং সাজিদ ফিচারিং তপু ও আনিলার যাবে কি চলে। ২। তৌসিফের নতুন অ্যালবাম অবশেষে। নতুন এই অ্যালবামের গানগুলো লিখেছেন গীতিকার মাহতাব হোসেন। তৌসিফের সুর, সঙ্গীত ও প্রাণছোঁয়া কণ্ঠকারুতে নতুন এই অ্যালবাম নিয়ে খুবই আশাবাদী গীতিকবি মাহতাব হোসেন। ৩। সুবীর নন্দী ও ছন্দা চক্রবর্তীর মোরা ছিনু একেলা। ৪। এফ এ সুমনের ইতি তোমার প্রিয়। ৫। অরণ্য ব্যান্ডের জনস্রোত। ৬। তাসলিমা সুলতানা পলির ছুঁয়ে দিলি মেঘ। ৭। শায়লা সাবরিন পলির হৃদয়ে হৃদয় বেঁধেছি। ৮। কাজী শুভ, অয়ন চাকলাদার এবং অরিনের ভালোবাসার গান। ৯। রাজন সাহার কম্পোজিশনে নিশিতা, মুহিন সাব্বির এবং সাকির কণ্ঠে নতুন অ্যালবাম বাদলের ঋণ ও মিক্সড অ্যালবাম তুমি আছো বলে। ১০। এম আই মিঠুর স্বপ্নের সাইকেল। ১১। সাদমান পাপ্পুর কাজলা দিঘি। মঞ্জুরুল ইসলামের হারানো মেঘের সাথে। যুগের সাথে তাল মিলিয়ে জি সিরিজ থেকে ডিজিটালি ইউটিউবে প্রকাশিত হতে যাচ্ছে: ১। মাসুদ রানার রাতের বুকে চাঁদ। ২। মাহবুব মিনেলের একই বৃন্তে। ৩। নাজকের ঢেউ লাগে অন্তরে। ৪। শামীম আশিকের গানওয়ালা। ৫। রেমোর কম্পোজিশনে ত্রিমনার ত্রিমনা। ৬। লুৎফর হাসানের একলা লাগে খুব। ৭। বীথি পান্ডের যখন এসেছিলে। ৮। শিহাব সুমন, ন্যান্সি, রিমন জুয়েল ও নেয়ামতের ইশারায় দিয়েছি বলে। ৯। রনি, সুইটি, বিন্দিয়া ও মৌসুমীর পালকি। ১০। সজিব হাসান, মিজানুর রহমান এস রুহুলের রাতজাগা চাঁদ। ১১। স্বপন মাহমুদের গুরু। ১২। স্কেয়ারক্রো ব্যান্ডের বর্তমানতা। ১৩। তারেকের আঁধার ঘরে। ১৪। উজ্জ্বল দেওয়ানের দেওয়ান সঙ্গীত ১ ও দেওয়ান সঙ্গীত ২। ১৫। রোদ ব্যান্ডের রোদ ও মিক্সড অ্যালবাম পিঞ্জিরা। ১৬। চামেলী সিনহার এক ফালি চাঁদ। ১৭। এন্ড্রু কিশোর, তাজুল ইসলাম, রন্টি দাস এবং ফারহার ফেসবুক। ১৮। গুণী ভাইজানের কষ্টের ফেরিওয়ালা। ১৯। তৌফিক ইমামের মনের কিছু কথা। ২০। নাফিস ইকবালের কম্পোজিশনে মিক্সড অ্যালবাম ন যাইও ও মিক্সড অ্যালবাম এক বিন্দু। ২১। শচি শামস-এর কম্পোজিশনে হোসাইন রনির গাওয়া অ্যালবাম দুটি অন্তর। ২২। নমনের কম্পোজিশনে সুসানের গাওয়া অ্যালবাম আঁধার পেরিয়ে। ২৩। টফি রেনারের কম্পোজিশনে বিভিন্ন শিল্পীর গাওয়া অ্যালবাম নীল প্রহর। ২৪। সাজুর কিশোরী ও কিশোরী। ২৫। ব্যান্ড মিক্সড অ্যালবাম তুচ্ছতা। ২৬। মিক্সড অ্যালবাম আত্মকথন। ২৭। শেখ মহসিনের জলের আয়না। ২৮। শান-এর কম্পোজিশনে বিভিন্ন শিল্পীর গাওয়া অ্যালবাম তুমি এলে এবং মিক্সড অ্যালবাম প্রণয়। ঈদে জি সিরিজের সিঙ্গেলসগুলোর মধ্যে রয়েছে: ১। তন্ময় তানসেনের আজ কথা ছিল। ২। আসিফ আলতাফের প্রেমিকা নাকি বন্ধু। ৩। ফারাবি এবং এম আর হেলালের একটু সময়। ৪। জিমি শাহ-এর মাধুরীর নাচ। ৫। আল মামুনের ও প্রিয়া কিছু বল। ৬। তানভির তমালের মা তুমি। ৭। শুভ এবং জেরিন তুবার তোর জন্যে মন। ৮। অনন্যা রুমা এবং রেক্স ডিসুজার এই যে শোন শোন। ৯। শতাব্দী ভবর সানজানা। ১০। এ আর হাসানের লুকোচুরি গল্প। ১১। জি এম রনির রোজা। ১২। মেহদীর কম্পোজিশনে মিজানের তুমি রৌদ্দুর। ১৩। রফিক সাদীর ক্লান্ত পথিক। ১৪। আরিফ মাহমুদের মায়াবী রাতে ও তুমি নেই। ১৫। টি এম রাসেলের ভালোবেসে কী পেলাম। ১৬। এফ এ সুমনের উজানে তীর খুঁজি। ১৭। এম আই মিঠুর বন্ধু সাড়া দাও। ১৮। মাহবুব মিনেলের উপরের ঠিকানাতেই আছি। ১৯। রেদোয়ানের রেদোয়ান মিক্স ২ এবং আমার মনের আঙ্গিনায়। ২০। লুৎফর হাসানের ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো এবং রানা স্বাধীনচেতার মানচিত্র। এছাড়াও প্রতি ঈদে ব্যতিক্রমী ও বৈচিত্র্যময় প্রকাশনায় শ্রোতা-দর্শকের মন রাঙিয়ে তোলে দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও অগ্নিবীণা। এই ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রতিবারের মতো এবারও ঈদকে রাঙিয়ে তুলতে নবীন-প্রবীণ শিল্পীদের নিয়ে ঈদ আয়োজন করছে জি-সিরিজ ও অগ্নিবীণা। তবে এবার রেকর্ডসংখ্যক অ্যালবাম নিয়ে ঈদে হাজির হতে যাচ্ছে সঙ্গীত অঙ্গনের জনপ্রিয় এই দুই প্রকাশনা প্রতিষ্ঠান। প্রকাশনার তালিকায় রয়েছে দেড়শতাধিক নতুন অ্যালবাম। একক, মিশ্র ও ব্যান্ড অ্যালবাম দিয়ে সাজানো হয়েছে বর্ণাঢ্য এই ঈদ আয়োজন। সিডি আকারে অ্যালবাম প্রকাশনার পাশাপাশি রয়েছে ডিজিটাল প্রকাশনাও। ইতোমধ্যে স্বনামধন্য এ প্রযোজনা প্রতিষ্ঠান ঈদের কয়েকটি অ্যালবাম বাজারে ছেড়েছে। গানচিল ঈদ আয়োজন সম্পর্কে গানচিলের পক্ষ থেকে প্রতিবেদককে জানানো হয়- এবারের ঈদে তাদের ব্যানারে যেসব গান বাজারে আসবে, সেগুলো হচ্ছে- ১। মিনারের আমি তোমার আকাশে উড়বো, ২। প্রীতম হাসানের জাদুকর এর মিউজিক ভিডিও, ৩। তানজিব সারওয়ার এর এক শহর ভালোবাসা, ৪। গালিব সর্দার ও রিংগো বসুর ভাল্লাগে না, ৫। লুৎফর হাসান ও আমজাদ হোসেনের আয়োজনে এফএ সুমনের দূর বহুদূর, ৬। ইলিয়াসের বন্দিনী, ৭। শহীদের আড়াল, ৮। কাজী শুভর ছুঁইও না, ৯। এহসান রাহীর ভালো আছিস, ১০। শাওন গানওয়ালার সকাল বিকাল ভালোবাসা, ১১। পলাশের ঘুমচোরা চাঁদ, ১২। লুৎফর হাসানের পুড়ে তোমার ভেতর থাকি, ১৩। মীর মাসুম ফিচারিং শাহরুখ কবীরের একক, ১৪। স্বপ্নীল রাজীবের একক, ১৫। আলামিনের ও পাগলা হাওয়া। ধ্রুব মিউজিক স্টেশন ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রতিবেদককে জানানো হয়েছে- ঈদুল ফিতর উপলক্ষে ২০ রমজান থেকে চাঁদ রাত পর্যন্ত প্রতি ৪৮ ঘণ্টা পর পর এই প্রতিষ্ঠানটি প্রকাশ করছে নতুন গান। এছারাও তাদের ব্যানারে প্রকাশ পাচ্ছে মোট পাঁচটি নতুন গান। সেগুলো হচ্ছে- ১। এফ এ সুমনের আসমানী। গানটির কথা: আসমানী আসমানী/ ভুলে গেছিস আাময় আমি তা জানি এমন কথার গানটি লিখেছেন এবং সুর করেছেন মাহমুদ জুয়েল। সঙ্গীতায়জন করেছেন জে.কে। ২। মিলন ও বৃষ্টি গেয়েছেন বাঁচবো বলো কীভাবে, মুহাম্মদ মিলনের সুরে ও এমএমপি রনির সঙ্গীতায়োজনে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। ৩। ইমরান গেয়েছেন গুছিয়ে রাখা শব্দমালা। তারিক তুহিনের কথা ও আহম্মেদ হুমায়ুনের সুরে সংগীতায়োজন করেছেন তরিক। ৪। জুয়েল মোর্শেদ ও কনার কণ্ঠে থাকছে গার্ডেন গার্ডেন। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন বিবেক। এছারাও- ৫। আহারে শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার এবং কলকাতার শাওলী মুখার্জী। শাহান কবন্ধের কথায় সুর ও সঙ্গীতায়োজন করেছেন অম্লান চত্রবর্তী। মাই সাউন্ড প্রতিবেদককে মাই সাউন্ড জানিয়েছে- ১২ অ্যালবাম ও ১৩ মিউজিক ভিডিও নিয়ে তাদের ঈদ আয়োজন এবার। ঈদে মাই সাউন্ডের একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে: ১। আরফিন রুমির এক পলকে। ২। ইলিয়াসের না বলা কথা ৪। ৩। তৌসিফের নীল গল্প। ৪। তানজীব সরোয়ারের মেয়ে। ৫। আবিদের বৃষ্টি। ৬। অমিতের ভুল মানুষ। ৭। চ্যানেল আই ক্ষুদে গানরাজের শিল্পী নিশির বাংলাদেশি মেয়ে। ৮। চ্যানেল আই ক্ষুদে গানরাজের শিল্পী মমর মন জানে। ৯। আরফিন রুমির এক পলকে। ১০। আকাশ সেনের অ্যালবাম শূন্যতা। ১১। প্রত্যয় খানের তোমাকে পাব না। ১২। কাজী শুভর দূরে দূরে থেক না। মাই সাউন্ডের মিশ্র অ্যালবামগুলোর মধ্যে রয়েছে নান্সি ও মাহাদির এই মন তোমাকে দিলাম । তাদের ব্যানারের মিউজিক ভিডিওগুলো হলো: ১। আসিফ ও রোমানার গতকাল রাতে। ২। রাফাতের কখনো বলিনি। ৩। ফজলুর রহমান বাবুর ইন্ধুবালা ২। ৪। সোহেলী ও প্রসেঞ্জিতের এক পৃথিবী। ৫। তৌসিফের জানতাম যদি। ৬। বেলাল খান ও নওরিনের হৃদয়ের এই সীমানায়। ৭। ইলিয়াস ও স্বরলিপির চাঁদের চোখে। ৮। ইয়াসিনের ময়না ২। ৯। কাজী শুভ ও স্বরলিপির চোখ থেকে মন। ১১। ইলিয়াস ও লুইপার ভালোবাসতে চাই। ১২। শফিক তুহিনের গ্রহণ করো। ১৩। কাজী শুভর দিল এ লাগে টান। ১৪। আকাশ সেন এর শূন্যতা। ১৫। আরেফিন রুমির এক পলক। আর/১৭:১৪/২৭ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sWIDo2
June 27, 2017 at 11:57PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন