বার্সেলোনা, ০১ জুন- বার্সেলোনার নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্নেস্তো ভালভার্দে। লুইস এনরিকের রেখে যাওয়া জুতায় পা গলিয়েছেন তিনি। নতুন দায়িত্ব নিয়েই বার্সেলোনার পুরোনো ঐতিহ্য ফেরানোর প্রতিশ্রুতি দিলেন তিনি। আর এটা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্বাচনী স্লোগানের মতো স্লোগান দিলেন। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে সবাইকে তাক লাগিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির এ নেতার নির্বাচনী স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন। বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়ে প্রায় এমনই এক স্লোগান দিলেন ভালভার্দে। তিনি বললেন, মেক বার্সেলোনা গ্রেটার এগেইন। তার মানে তিনি বার্সেলোনাকে ফের সবার সেরা বানাতে চান। ভালভার্দে বার্সেলোনার হয়ে খেলেন ১৯৯৮ থেকে ১৯৯০ সালে। ইয়োহান ক্রুইফের ড্রিম টিম-এর সদস্য ছিলেন তিনি। বার্সেলোনার স্বর্ণযুগ বলা হয় ক্রুইফের কোচিং যুগকে। গত কয়েক মৌসুমে দুর্দান্ত ছিল বার্সেলোনা। কিন্তু ২০১৬-১৭ মৌসুমে শুধু কোপা দেল রের শিরোপা জিতেছে তারা। লা-লিগা ও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা হাতছাড়া হয়েছে তাদের। তবে ক্লাবটিকে আবার শিরোপা ধারায় আনতে চান ভালভার্দে। বলেন, আমি সমর্থকদের আনন্দ দিতে চাই। গত কয়েক মৌসুমে তারা যেমন শিরোপা জিতেছে বার্সেলোনাকে আবার তেমন ফেরাতে চাই। আমি বার্সেলোনাকে আবার সবার সেরা দল বানাবো। একই বিষয় নিয়ে বার্সেলোনা নিজেদের ভেরিফইড টুইটার অ্যাকাউন্টে লেখে, আর্নেস্তো ভালভার্দে বলেছেন, আমি বার্সেলোনাকে আবার গ্রেটার বানানোর চেষ্টা করবো। বার্সেলোনার কোচের দায়িত্ব পাওয়া নিয়ে ভালভার্দে বলেন, এটা আমার জন্য অনেক বড় সুযোগ। বার্সেলোনা আমাকে চাকুরির প্রস্তাব দেয়া আমি গর্বিত। ক্যারিয়ারের নতুন একটি পর্যায়ে পা দিতে পেরে আমি অনেক খুশি। তবে বার্সেলোনা বর্তমানে যে অবস্থায় আছে তারচেয়ে বাল দলে পরিণত করাটা অনেক বড় চ্যালেঞ্জের।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qEM9Bn
June 02, 2017 at 01:35AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন