লন্ডন, ১৪ জুন- আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে স্বাগতিক ইংল্যান্ড বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে পাকিস্তান। টস জিতে স্বাগতিকদের ব্যাটিয়ে পাঠায় পাক অধিনায়ক। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল ইংল্যান্ড। কিন্তু পরে পাকদের ভালো বলিং-এর কারণে তেমন সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। ২১১ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। পাকিস্তানদের ফাইনালে যেতে হলে ২১২ রানের লক্ষ্যে তাড়া করতে হবে। জুনায়েদ খান, হাসান আলী ও অভিষিক্ত রুম্মান রইসের দারুণ বোলিংয়ে বড় কোনো জুটিই গড়ে তুলতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। তৃতীয় উইকেটে জো রুট ও ওয়েন মরগানের ৪৮ রানের জুটিটিই ছিল ইংলিশ ইনিংসের সর্বোচ্চ রানের জুটি। অর্ধশতকও করতে পারেননি কোনো কোনো ইংলিশ ব্যাটসম্যান। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংসটি এসেছে জো রুটের ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে দারুণ বোলিং করেছেন হাসান আলী। ১০ ওভার বল করে মাত্র ৩৫ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। রুম্মান ও জুনায়েদের ঝুলিতে গেছে দুটি করে উইকেট। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোভাবেই করেছিল ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ৩৪ রান যোগ করেছিলেন জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হালেস। ষষ্ঠ ওভারে হালেসের উইকেট হারানোর পরও অবশ্য ইংল্যান্ড ঘুরে দাঁড়িয়েছিল দারুণভাবে। দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েছিলেন বেয়ারস্টো ও জো রুট। ১৭তম ওভারে পাকিস্তান পেয়েছে দ্বিতীয় সাফল্য। হাসান আলী ফিরিয়েছেন ৪৩ রান করা বেয়ারস্টোকে। এরপরও অবশ্য কোনো চাপ টের পেতে দেননি রুট ও অধিনায়ক ওয়েন মরগান। তৃতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু অল্প সময়ের ব্যবধানে এই দুজনের উইকেট হারিয়ে বেশ চাপের মুখেই পড়ে গেছে স্বাগতিকরা। ২৮তম ওভারে রুট ফিরে গেছেন ৪৬ রান করে। আর তিন ওভার পর ৩৩ রান করে সাজঘরের পথ ধরেছেন মরগান। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি জস বাটলার (৪) ও মইন আলীও (১১)। দুজনেই ফিরে গেছেন জুনায়েদ খানের শিকার হয়ে। শেষপর্যায়ে বেন স্টোকসের ৩৪ রানের লড়াকু ইনিংসটিতে ভর করে স্কোরবোর্ডে ২১১ রান জমা করেছে ইংল্যান্ড। মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ড অবশ্য পাকিস্তানের চেয়ে ঢের এগিয়ে আছে। এ পর্যন্ত দুদলের ৭৬ বার সাক্ষাৎ হয়েছে, তাতে ৪৫ জয় নিয়ে এগিয়ে আছে ইংল্যান্ড। পাকিস্তান জয় পেয়েছে ২৯ ম্যাচে। আইসিসির টুর্নামেন্টের জয়ের পরিসংখ্যান কখা বলছে ইংল্যান্ডের পক্ষেই। যেকোনো টুর্নামেন্টে ১০ লড়াইয়ে ছয়বার জয় পেয়েছে ইংল্যান্ড। ১৯৯৬ সালে বিশ্বকাপের পর আইসিসির কোনো টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rvHiSC
June 15, 2017 at 02:56AM
14 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top