জঙ্গিদের অর্থের যোগান কোথা থেকে, তল্লাশি অভিযানে এনআইএ

শ্রীনগর, ৩ জুনঃ জঙ্গিদের অর্থের যোগান কোথা থেকে হচ্ছে, তা খতিয়ে দেখতে তত্পর হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। এই অভিযোগে কাশ্মীরের ১৪টি জায়গার পাশাপাশি হরিয়ানার ৮টি জায়গাতেও তল্লাশি চালিয়েছে এনআইএ।

জঙ্গিদের অর্থ সরবরাহে জড়িত থাকার অভিযোগে একাধিক হুরিয়ত নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই সমস্ত হুরিয়ত নেতাদের মধ্যে রয়েছে নঈম খান, ফারুক আহমেদ।

গোপনসূত্রের খবরের ভিত্তিতে এনআইএ শুক্রবার রাতে হঠাত্ই উপত্যকার বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাড়িতে তল্লাশি অভিযান চালায়। যেসব বাড়িতে তল্লাশি চালানো হয়েছে তারা প্রত্যেকেই হুরিয়ত নেতা ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তল্লাশি অভিযানের পাশাপাশি ৩ জন বিচ্ছিন্নতাবাদী নেতাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, হুরিয়ত নেতা নঈম খান স্বীকার করেছে, কাশ্মীরে সন্ত্রাস তৈরি করার জন্য পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা থেকে টাকা নেওয়া হয়েছিল। টেলিভিশনের একটি স্টিং অপারেশনে সে এই কথা জানান। এরপরই তদন্তে জোর দেয় এনআইএ। তবে ওই স্টিং অপারেশনটি আসল নয় বলে দাবি করেছে নাঈম খান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rCaifm

June 03, 2017 at 01:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top