ভোর থেকেই তাণ্ডব মোর্চার, সরকারি অফিসে আগুন

দার্জিলিং, ১৬ জুনঃ শুক্রবার ভোরে কালিম্পংয়ের বমবস্তি গ্রাম পঞ্চায়েত অফিসে আগুন লাগিয়ে দিল মোর্চা সমর্থকরা। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অফিসের সব আসবাবপত্র, কম্পিউটার সহ পুরো অফিস ভবন পুড়ে ছাই হয়ে যায়। লোধামা স্বাস্থ্যকেন্দ্র এবং বিদ্যুৎ বণ্টন কোম্পানির  অফিসেও (ছবিতে জ্বলছে লোধামার বিদ্যুৎ কোম্পানির অফিস) আগুন লাগিয়ে দেয় তারা। কালিম্পংয়ে ভোর থেকেই কয়েক হাজার মোর্চা সমর্থক রাস্তায় নেমে তাণ্ডব শুরু করেছে। সর্বত্রই পিকেটিং চলছে। কোনও গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। এমনকী পানীয় জলের গাড়িও মোর্চা সমর্থকরা আটকে দেওয়ায় সাধারণ মানুষের চরম ভোগান্তি শুরু হয়েছে।

মিরিকে পহেলগাও স্কুলদাড়া-১ পঞ্চায়েত অফিসে আগুন লাগিয়ে দিয়েছে মোর্চা সমর্থকরা। পঞ্চায়েত অফিসের দোতলার অংশ পুড়ে গিয়েছে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন মিরিকের মহকুমাশাসক অশ্বিনী রাই। ১০ নম্বর জাতীয় সড়কে তারখোলায় এক বনকর্মীর বাড়িতেও আগুন লাগানোর চেষ্টা করে মোর্চা সমর্থকরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2svQtH2

June 16, 2017 at 10:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top