মন্দসৌর, ৮ জুনঃ গ্রেফতার হলেন রাহুল গান্ধি। মধ্যপ্রদেশের মন্দসৌরে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে রওনা হলে বারবার পুলিশের বাধার সম্মুখীন হন সংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। নিমুচ যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করা হয় তাঁকে। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল মন্দসৌরে ঢুকতে দেওয়া হবে না রাহুল গান্ধীকে। পুলিশকে চোখে ধূলো দিয়ে গাড়ি থেকে নেমে বাইকে চেপে রওনা হলে ধরা পড়ে যান তিনি। সংবাদমাধ্যমকে রাহুল জানান, তাঁকে গ্রেফতারির কোনো প্রকৃত কারণ দর্শায়নি পুলিশ। গোটা এলাকায় টহল দিচ্ছে প্রায় ২০০ পুলিশ।
উল্লেখ্য, গত ১ জুন থেকে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য, কর মকুব সহ একাধিক দাবিতে মধ্যপ্রদেশের মন্দসৌরে ধরনায় বসেছিলেন কৃষকরা। কৃষকদের সেই সমাবেশে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ৫ কৃষকের, আহত অনেক। পরিস্থিতি অগ্নিগর্ভ।
অন্যদিকে পুলিশের গুলিতেই ওই কৃষকের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার স্বীকার করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিং। সরিয়ে দেওয়া হয়েছে মন্দসৌরের কালেক্টর স্বতন্ত্র কুমার সিং-কে। তাঁর জায়গায় নিযুক্ত করা হয়েছে ওমপ্রকাশ শ্রীবাস্তবকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2r9u7GN
June 08, 2017 at 06:38PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন