পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট নয়, জানিয়ে দিল আফগান ক্রিকেট বোর্ড

কাবুল, ১ জুনঃ আফগানিস্তান ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিল, পাকিস্তানের সঙ্গে ম্যাচের পুরো সিরিজ এবং চুক্তি বাতিল করল আফগানিস্তান। বিভিন্ন দেশের দূতাবাস সংলগ্ন এলাকায় বুধবার কাবুলে তীব্র বিস্ফোরণের জেরে অন্তত ৯০ জনের মৃত্যু হয় এবং আহত ৪৬৩ জনেরও বেশি। বিস্ফোরণের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আফগানিস্তান এই সিদ্ধান্ত নেয়। এর পেছনে পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে দাবি করে আফগান ইন্টেলিজেন্স।

আফগান ন্যাশনাল ডিরেক্টরেট অফ সিকিউরিটি বলছে এই বিস্ফোরণের পেছনে তালিবানের সহযোগী হাক্কানি গোষ্ঠীর হাত রয়েছে। এই সংস্থার সঙ্গে সরাসরি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত রয়েছে বলেও জানা গিয়েছে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। এর জন্য কাবুল ও ইসলামাবাদ দুদেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে পাকিস্তানের লাহোরে বন্ধুত্বপূর্ণ দুটি ম্যাচ এবং পাকিস্তান ও ইউনাইটেড আরব এমিরেটসে দুটি সিরিজ খেলার কথা ছিল। এছাড়া খেলার বিষয়ে ছিল অপর একটি চুক্তিও।

এছাড়া আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি একটি সাক্ষাত্কারে পাকিস্তানের এরূপ পদত্রেরেপ তীব্র নিন্দা করেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2siG1Aa

June 01, 2017 at 09:31PM
01 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top