তুফানগঞ্জ, ১৪ জুনঃ ফের উদ্ধার হল চোরাই সেগুন কাঠ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। বুধবার বেলা প্রায় ২ টা নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে নাটাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বিলসি এলাকায় হানা দেয় বন দপ্তরের কর্মীরা। সেখান থেকেই উদ্ধার করা হয় এই কাঠ। বাজেয়াপ্ত করা হয়েছে কাঠগুলি। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে বনদপ্তর।
বেশ কিছুদিন ধরেই বনদপ্তরের নাগুরহাট রেঞ্জের কাছে খবর ছিল, তুফানগঞ্জের বিভিন্ন এলাকা দিয়ে কাঠ পাচার হচ্ছে। আজকের পাওয়া খবর অনুযায়ী ওত্ পাতে বনদপ্তর। খবর ছিল, একটি ভ্যানে প্রায় ৫০ সেফ্টি সেগুন কাঠ পাচার করা হচ্ছে। দুপুর আড়াইটা নাগাদ তল্লাশি শুরু করে কাঠ আটক করা হয়। কিন্তু বনদপ্তরের কর্মীদের দেখে ভ্যান চালকরা পালিয়ে যায়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2snC53l
June 14, 2017 at 07:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন