তামিম আর মুশফিকুর রহীমই ছিলেন ভারতীয়দের সামনে সবচেয়ে বড় কাঁটা। দুজনের ১২৩ রানের জুটিই বাংলাদেশকে আড়াইশ রান পার হতে সাহায্য করে। এক সময় তো মনে হচ্ছিল, বাংলাদেশের রান তিনশ প্লাস হয়ে যাবে। কিন্তু দ্রুত বাংলাদেশের উইকেট পড়ে যাওয়ার কারণে সেই রান ২২০ও পার হবে কি না তা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। আট নম্বরে ব্যাট করতে নামা মাশরাফি বিন মর্তুজা কিন্তু ভারতীয় বোরারদের সামনে শেষ মুহূর্তে বিভীষণে পরিণত হন। ৪৯তম ওভারে হার্দিক পান্ডিয়াকে পর পর দুই বলে দুটি বাউন্ডারি মেরে বাংলাদেশের রান ২৬০ পার করে দেন মাশরাফি। পান্ডিয়ার বলে পরপর দুটি বাউন্ডারি মারার পর বিরাট কোহলি এসে মাশরাফির পিঠ ছাপড়ে দেন। এ সময় হাসিমুখে মাশরাফিকে কিছু বলতে দেখা যায় কোহলিকে। কী বলেছিলেন কোহলি? এভাবে কিভাবে দুটি বাউন্ডারি মারলে বন্ধু! নাকি অন্য কিছু বলেছিলেন তিনি! বোঝা যায়নি। তবে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক যে বজায় রয়েছে, সেটা বেশ বোঝা গেলো। ক্যামেরা তখন আবার ঘুরে গেলো মাঠে বসানো একটি হোর্ডিং বোর্ডের ওপর। যেখানে লেখা গুড ফর ক্রিকেট।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2sDGM9E
June 16, 2017 at 04:00AM
15 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top