ধূপগুড়ি, ১জুনঃ অবশেষে সাতদিনের মাথায় উদ্ধার হল চোরাই অটো। বুধবার রাতে ময়নাগুড়ি ব্লকের জলঢাকা বাজার এলাকা থেকে চোরাই অটো সহ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রে জানা গেছে,ধৃত আমিনুর হক ওরফে পচা অটোটি ছিনতাই করে নির্দিষ্ট কোনো স্থানে দাঁড়ায় নি। ক্রমাগত ধূপগুড়ি,ময়নাগুড়ি সহ কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছে। পুলিশের তদন্তকারী দল একাধিক বার অভিযুক্তের সন্ধান পেয়ে অভিযান চালিয়েও ধরতে পারছিল না। ২৪ মে ধূপগুড়ি ব্লকের বগরিবাড়ি এলাকার বাসিন্দা তথা অটোর মালিক পরিমল রায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করন যে, তাঁর অটোটি ছিনতাই করা হয়েছে। ।প্রাথমিক তদন্তে গাড়ির চালক বিপ্লব সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জেরার মুখে বিপ্লব পুলিশকে জানায়, ওইদিন যাত্রী নিয়ে ধূপগুড়ি বাজারে আসার পর আমিনুর চালককে ভাড়া তুলতে বলে গাড়িটি ঘুরিয়ে আনতে যায়।কিন্তু সেখান থেকেই গাড়ি নিয়ে চম্পট দেয় আমিনুর। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হয়েছে।
ধূপগুড়ি থানার আইসি সঞ্জয় দত্ত বলেন, অটোটি উদ্ধারের জন্যে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছিল। বুধবার রাতে অটো সহ চালককে গ্রেফতার করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rsvu7c
June 01, 2017 at 02:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন