আর্জেন্টিনার রোজারিও-বাসীর এই দিনগুলোতে চিন্তার অন্ত নেই। শুক্রবার ছেলেটি শহরে আসবে। বিয়ে। সঙ্গে থাকবে এক ঝাঁক মহাতারকা। ওদিকে আবার চারপাশের অবস্থা ভালো নয়। প্রতিদিন হামলার ঘটনা ঘটছে। এই পরিস্থিতির ভেতর মেসি আর তার তারকা বন্ধুদের কীভাবে নিরাপত্তা দেয়া হবে, তা নিয়ে ঘুম হারাম প্রশাসনের। এমন চিন্তার ভেতর শহরের কেউ কেউ মেসির এমন বিয়েকে বাঁকাচোখে দেখছেন। রোজারিওর অর্থনৈতিক অবস্থা কোনোদিন তেমন ভালো নয়। প্রাদেশিক কর্মকর্তা কার্লোস ডে ফ্রেড অসমতার প্রশ্ন তুলেছেন, প্রতিবেশী হিসেবে এটা আমাদের জন্য অসমতার রূপক। এই বিলাসিতা আমাদের খাটে না। এএফপি জানিয়েছে, মেসির বিয়েতে বার্সা থেকে ২১ জন অতিথি আসবেন। ছেলেবেলার বান্ধবী অ্যান্তোনিলা রোকুজ্জোকে বিয়ে করতে যাচ্ছেন ফুটবলের খুদে জাদুকর। তারা আগে থেকেই সংসার করেন। সন্তান আছে। এতদিন শুধু বিয়েটাই বাকি ছিল। বার্সা সতীর্থদের পাশাপাশি আরেক জগতের তারকা পপ গায়িকা সাকিরাও বিয়েতে থাকবেন। পিকে জানিয়েছেন স্ত্রীকে সঙ্গে নিয়েই বন্ধুর বিয়েতে যাবেন তিনি। রোজারিওর সবচেয়ে বিলাসবহুল হোটেল ক্যাসিনো হোটেল কমপ্লেক্সে অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেখানেই বিয়ের অনুষ্ঠান হবে। রোজারিও শহরে সম্প্রতি সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে। ১৭ জুন একটি হামলায় কুখ্যাত সন্ত্রাসী অ্যারিয়েল কান্তেরোর বোন মারা গেছেন। কান্তেরো এখন জেলে আছেন। ওই ঘটনায় চারজন সাধারণ মানুষও নিহত হন। গত পাঁচ বছরে মাদক সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এই শহরে। এই ঘটনার সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিরতা। রোজারিও প্রশাসন অবশ্য বলছে, মেসি এবং অতিথিদের কোনও চিন্তা নেই। তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগও গ্রহণ করা হয়েছে। এখন শুধু আলোর রোশনাই জ্বলার অপেক্ষা। আর/১৪:১৪/২৫ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t9lfqe
June 25, 2017 at 10:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন