ঢাকা::
কুমিল্লায় একটি বাজারে আগুন লেগে শতাধিক দোকানের মালামাল ভস্মিভূত হয়ে প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে নাজমুল হোসেন খোকন (১২) নামের এক শিশু দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। তালাবদ্ধ একটি দোকানে আটকা পড়ে শিশুটি পুড়ে মারা যায়। মৃত শিশু নাজমুল ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর গ্রামের তারা মিয়ার ছেলে।
শনিবার দিবাগত মধ্যরাতে জেলার বুড়িচং উপজেলার কংশনগর কাপড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কুমিল্লা ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম ও পুলিশ জানায়, ওই বাজারের ব্যবসায়ী আলী আহাম্মদের কাপড় দোকান থেকে রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষণে আলী আহাম্মদের দোকান কর্মচারী নাজমুল তালাবদ্ধ অবস্থায় দোকানের ভেতরে থাকায় আটকা পড়ে। পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার জানান, কয়েলের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qJLuPi
June 03, 2017 at 09:45AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন