মোর্চার অনশন রুখতে মোতায়েন সিআরপিএফ

দার্জিলিং, ৮ জুনঃ দার্জিলিংয়ে ভানুভবনের সামনে মোতায়েন করা হল সিআরপিএফ এবং রাজ্য পুলিশের বিশাল বাহিনী। মোর্চা সুপ্রিমো বিমল গুরুং যাতে দলবল নিয়ে প্রতীকি অনশনেও বসতে না পারেন তার জন্যই এমন আয়োজন প্রশাসনের। অন্যদিকে রাজভবনের সামনে তৃণমূল সমর্থকদের বিশাল জমায়েত। সব মিলিয়ে পাহাড়ে বৃহস্পতিবার সকাল থেকেই যুদ্ধ পরিস্থিতি।

সকাল থেকেই বাতাসিয়া, লেবং সহ বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করে মোর্চা সমর্থকরা। কার্সিয়াং ও সোনাদায় গাডড়ি বন্ধ করে দেয় তারা। কিন্তু মুখ্যমন্ত্রীকে আটকানো তো দূরের কথা, কোনো মন্ত্রীর গাড়িকে আটকানোর সাহস পর্যন্ত দেখায়নি তারা। ফলে দুপুর বারোটার আগেই রাজভবনের এক নম্বর গেটের সামনে একে একে চলে আসতে থাকেন মন্ত্রীরা। দলের সমর্থকদের স্লোগানে রাজভবনের সামনে কান পাতা দায়। সেই সিংহগর্জন যে বিমল গুরুংকে খুব একটা স্বস্তি দিচ্ছে না, তা পাহাড়ে রাজনীতি সম্পর্কে বিশেষ ধারণা না থাকা পর্যটকরাও বুঝতে পারছেন।

বাস্তবে কড়া প্রশাসনিক পদক্ষেপের ইঙ্গিত আর কূট রাজনীতির ফাঁসে মোর্চার এখন সত্যিই দমবন্ধ অবস্থা। তাই দূরে দাঁড়িয়ে চিৎকার করলেও রাজভবনের সামনে এসে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ জানানোর সাহস বিমল গুরুংয়ের আর নেই, এমন কথা শোনা যাচ্ছে পাহাড়ের অনেকের মুখেও। মাসকয়েক আগেও এমন ভাবা প্রায় অসম্ভব ছিল পাহাড়ে। অন্যদিকে হাঁটতে বেরিয়ে মুখ্যমন্ত্রী অনায়াসে চলে যাচ্ছেন সিংমারি মোর্চার সদর দপ্তরের সামনে। সেখানে জমায়েত হওয়া যুবকদের ডেকে কথা বলছেন। এই অসম্ভব বৈপরীত্যও পাহাড়কে ভাবাচ্ছে। আর বিমল গুরুংকে ভাবাচ্ছে মুখ্যমন্ত্রীর আরো একটি কথা—মদন তামাংকে কারা খুন করেছিল সে কথা সকলেই জানে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rDOBLd

June 08, 2017 at 01:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top