সুরমা টাইমস ডেস্ক :: হবিগঞ্জের
বাহুবলে সিলেট-ঢাকা মহাসড়কে গাছ
ফেলে চারটি বাসে ডাকাতির ঘটনা
ঘটেছে। শুক্রবার (বৃহস্পতিবার দিবাগত
রাত) রাত পৌণে ১টার দিকে বাহুবলের
কামাইছড়া ও রশিদপুর এলাকার মধ্যবর্তী
স্থানে ডাকাতির এ ঘটনা ঘটে বলে পুলিশ
জানিয়েছে।
ডাকাতির শিকার বাসগুলোর মধ্যে ছিল
ঢাকা থেকে ছেড়ে আসা
বিয়ানীবাজারগামী হানিফ পরিবহনের
একটি বাস, সিলেট থেকে ছেড়ে যাওয়া
ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস,
ঢাকাগামী শ্যামলী পরিবহন ও এনা
পরিবহনের আরো দুইটি বাস।
বাসের যাত্রীরা জানান, কামাইছড়া ও
রশিদপুরের মধ্যবর্তী স্থানে সড়কে গাছ
ফেলে চারটি বাসের গতিরোধ করে
ডাকাত দল। এরপর অস্ত্রের মূখে জিম্মি
করে ডাকাতরা চারটি বাসের যাত্রীদের
কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও
মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে পালিয়ে
যায়।
ডাকাতদের হামলায় এক যাত্রীও আহত
হয়েছেন বলে জানা গেছে।
ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ
দেব। তিনি জানান, ডাকাতির খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু এর
আগেই ডাকাতরা পালিয়ে যায়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2tavMOt
June 16, 2017 at 11:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন