মুম্বাই, ০৩ জুন- প্রিয়ঙ্কা চোপড়াকে প্রথম দেখার অভিজ্ঞতা শেয়ার করলেন ডোয়েন জনসন। তাঁর কাছে সেটা ছিল, লভ অ্যাট ফার্স্ট সাইট অকপট স্বীকারোক্তি করলেন ডোয়েন। সদ্যই মুক্তি পেয়েছে ডোয়েন জনসন, প্রিয়ঙ্কা চোপড়া, জ্যাক ইফরন অভিনীত অ্যাকশন, কমেডি ছবি বেওয়াচ। ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন দেশি গার্ল প্রিয়ঙ্কা। শুধু প্রথম দেখাতে প্রিয়ঙ্কার প্রেমে পড়েই ক্ষান্ত হননি। ডোয়েন জানালেন, বেওয়াচ-এ ভিলেনের জন্য প্রিয়ঙ্কা একেবারে পারফেক্ট। প্রিয়ঙ্কা আমারই এজেন্টের মাধ্যমে আমাদের এজেন্সিতে সই করেছিল। সেই প্রথম দিন থেকেই আমাদের মধ্যে একটা আলাদা যোগাযোগ তৈরি হয়ে যায়। প্রথম দেখাতেই শুধু যে ওঁকে ভালবেসেছি তাই নয়, তখনই বুঝতে পেরেছিলাম বেওয়াচের জন্য সেরা ভিলেন প্রিয়ঙ্কাই হতে পারবে, জানালেন এই মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত অভিনেতা ডোয়েন। প্রিয়ঙ্কার সঙ্গে বেওয়াচ-এ কাজ করার অভিজ্ঞাতাও শেয়ার করলেন ডোয়েন। জানান, একজন ভিলেনের মধ্যে অভিনয়ের যে ধরনের গভীরতা থাকা উচিত, প্রিয়ঙ্কার মধ্যে তার সবটাই রয়েছে। অভিনয়ের প্রতিটি খুঁটিনাটি দিকও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রিয়ঙ্কা।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rPy2gC
June 03, 2017 at 05:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top