লন্ডন, ১৩ জুন- চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটিতে জমজমাট লড়াই হবে বলে বিশ্বাস সৌরভ গাঙ্গুলির। প্রিন্স অব কলকাতার বিশ্বাস, ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার চেয়েও ভালো লড়াই উপহার দেবে মাশরাফি বিন মুর্তজার দল। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকা অলিখিত কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ১৯১ রানে গুটিয়ে যায়। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার কাছে ৮ উইকেটে হেরে বিদায় ঘটে প্রোটিয়াদের। অন্যদিকে এ গ্রুপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে টপকে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। নিজেদের ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েও সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের ডাবল সেঞ্চুরি জুটিতে অবিস্মরণীয় জয় দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় টাইগাররা। ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেয়া গাঙ্গুলি বলেছেন, ভারতের বিপক্ষে খেলার সময় দক্ষিণ আফ্রিকা মানসিকভাবে দুর্বল ছিল। মানের দিক বিবেচনায়, এই ধরনের কন্ডিশনে দক্ষিণ আফ্রিকা দারুণ দল। কিন্তু তাদের পারফরম্যান্স ছিল বেশ দুর্বল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার তুলনায় বাংলাদেশ কিছুটা দুর্বল দল হলেও তারা ভালো লড়াই উপহার দেবে। কেননা, তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপ রয়েছে, তারা স্পিন ভালো খেলে এবং তাদের বোলাররাও দারুণ করছে। নিজেদের দিনে বাংলাদেশ যেকোনো দলকেই হারানোর সামর্থ্য রাখে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যেটি টের পেয়েছে নিউজিল্যান্ড। তবে সেমিফাইনালে ভারতকে বাংলাদেশ পরাজিত করবে- এমনটা ভাবছেন না গাঙ্গুলি, আমি নিশ্চিত নই, তারা (বাংলাদেশ দল) ভারতের মতো দুর্দান্ত ছন্দে থাকা দলকে হারানোর মতো যথেষ্ট শক্তিশালী দল কি না।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s6nNSB
June 14, 2017 at 02:23AM
13 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top