নয়া দিল্লি, ৩০ জুন- ভারতীয় ক্রিকেট দলের কোচ নিয়োগ নিয়ে আলোচনা যেন থামছেই না। বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে, সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী তাঁর অভিমান ভেঙে আবার আবেদন করতে পারেন। শেষ পর্যন্ত তাই হচ্ছে, শিগগিরই আবেদন করতে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক। নতুন খবর হলো, শচীন টেন্ডুলকারের অনুরোধেই নাকি সব অভিমান ভেঙে কোচ পদে নিয়োগ পেতে আবার আবেদন করতে পারেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার খবরে বল হয়, শচীন ও শাস্ত্রী দুজনই এখন লন্ডনে আছেন। আর সেখানেই দুজন দেখা করেন। শচীন তখনই শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ পদে আবেদন করতে বলেন। ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা এই ব্যাটসম্যানের কথা ফেলতে পারেননি শাস্ত্রী। তাই নাকি তিনি আবেদন করতে রাজি হন। অবশ্য শুরুতে আবেদন করতে চাইছিলেন না শাস্ত্রী। তখন তিনি বলেছিলেন, আমাকে কোচ হিসেবে পেতে চাইলে ফোন করে ডাকুক। আমি নিজে থেকে আবেদন করব না। অবশ্য এখন সে অবস্থানে নেই শাস্ত্রী। ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্মতি নিয়ে শচীন তাঁর সঙ্গে কথা বলার পরই এই পরিবর্তন আসে। তা ছাড়া শচীন নিজেও নাকি তাঁকে কোচ হিসেবে দেখতে চান। গত বছরও শাস্ত্রীর পক্ষেই ছিলেন শচীন। তবে সৌরভ ও লক্ষ্মণ চেয়েছিলেন কুম্বলকে নিতে। কুম্বলেকে দায়িত্ব দেওয়ায় খুব একটা খুশি হতে পারেননি শাস্ত্রী। কারণ ২০১৪ সালে দলের দুর্দিনে হাল ধরে সাফল্য এনে দিয়েছিলেন। পরে অবশ্য সে দায়িত্বে থাকতে পারেননি তিনি। এখন আবার এই দায়িত্ব পান কি না সেটাই এখন দেখার। এ আর/১৪:২৮/৩০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2snOrcT
June 30, 2017 at 08:27PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন