বাড়ি ছাড়তেই হবে: অ্যাটর্নি জেনারেল

aঢাকা::ব্যারিস্টার মওদুদ আহমদকে তার গুলশানের বাড়িটি ছাড়তেই হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তিনি বলেন, বাড়ি অবশ্যই ছাড়তে হবে।  অন্য কোনও দেশে হলে এমন প্রশ্ন ওঠার সঙ্গে সঙ্গে কোন রাজনীতিবিদ সম্মান রক্ষার্থে বাড়ি ছেড়ে দিতেন।

আজ রোববার মওদুদ আহমদের গুলশানের বাড়ির মালিকানা সংক্রান্ত মামলার রিভিউ আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। সব আইনি প্রক্রিয়ায় হেরে যাওয়ার পরও বাড়ি ছাড়বেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় মওদুদ একটি পাওয়ার অব অ্যাটর্নি দেখিয়েছিলেন। যেখানে তার ভাই তাকে বাড়িটি দেখাশুনা করতে নিয়োগ দিয়েছেন। যেখানে তার ভাইয়েরও কোনও টাইটেল নাই, অধিকার নাই তার মামলা ডিসমিস হয়ে গেছে উচ্চ আদালতে। আদেশের পর এ বাড়িতে যে তিনি থাকবেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এ কথা বলা তো আমি মনে করি এর চেয়ে বড় ধৃষ্ঠতা আর হতে পারে না।

রিভিউয়ের আদেশের বিষয়ে মাহবুবে আলম বলেন, ‘ওনাদের অনুরোধে আদালত বলছে, বিচারে ভুল হয়নি। তবে বিষয়টি দেখবো। এখন অবৈধভাবে একজন লোক একচি বাড়িতে থাকবে আর সরকার সেটা মেনে নেবে, তা হতে পারে না।’

আবেদন খারিজ করার পর মওদুদ বলেন, ‘আমি বিরোধী দলে আছি বলে আজকে এ মামলায় সাত বছর পরে আপিল করেছে সরকার।’

বাড়ি ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, এখনও তো সরকারকে স্বত্ত্ব দেওয়া হয়নি। আমরা মূল মালিকের সঙ্গে বোঝাপড়া করবো। ওনার ছেলে করিম সুলায়মান আছে। আর আদালতও কিছু পর্যবেক্ষণ দেবেন।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2qP2NlZ

June 04, 2017 at 01:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top