শিলিগুড়ি, ১৪ জুনঃ পুলিশের হাতে ধরা পড়ল কালুয়া রাউতের খুনের ঘটনায় অভিযুক্ত। গত সোমবার টিকিয়াপাড়ায় পরিত্যক্ত রেল কলোনির বারান্দা থেকে রক্তাক্ত অবস্থায় কালুয়াকে উদ্ধার করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়। ওই যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধে। ঘটনার তদন্তে নেমে বুধবার শিলিগুড়ি জংশনের বিআরআই কলোনি থেকে পুলিশ কালুয়াকে খুনের অভিযোগে এক নাবালককে গ্রেফতার করে।
উল্লেখ্য, গতমাসে শিলিগুড়ির মহাবীরস্থানে ব্যবসায়ী খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক প্রমীলা চৌধুরির ছেলে কালুয়া।
পুলিশের জেরার মুখে ধৃত ওই নাবালক জানায় যে, তার কাছে ১২০০ টাকা দামের একটি মোবাইল ছিল। সেই মোবাইলটি কালুয়া চুরি করে নিয়ে বিক্রি করে দেয়। এই নিয়ে বচসা বাঁধে উভয়ের মধ্যে। এতেই ক্ষিপ্ত হয়ে পাথর দিয়ে সে কালুয়ার মাথায় আঘাত করে। কালুয়াকে পরিত্যক্ত রেল কলোনির বারান্দায় রেকে সে পালিয়ে যায়।
বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে শিলিগুড়ির পুলিশ কমিশনার সিএস লেপচা ওই নাবালককে গ্রেফতারের কথা জানান।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2sou9Pu
June 14, 2017 at 09:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন