বিভিন্ন সংস্থার জরিপে জনপ্রিয়তা প্রমাণে ব্যর্থ হলে বর্তমান সাংসদরা মনোনয়ন হারাবেন -ওবায়দুল কাদের।

সুরমা টাইমস ডেস্ক;
বিভিন্ন সংস্থার জরিপে জনপ্রিয়তা প্রমাণে ব্যর্থ হলে দলের বর্তমান সংসদ সদস্যরা মনোনয়ন হারাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগের ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সামনে নির্বাচন, ৩০০ আসনে মনোনয়ন দিতে হবে। বিভিন্ন সংস্থার জরিপে যারা জনগণের কাছে গ্রহণযোগ্য হবেন না, উইনেবল ক্যান্ডিডেট হবেন না, তারা মনোনয়ন পাবেন না।’
তিনি বলেন, ‘যারা উইনেবল ক্যান্ডিডেট হবেন, তারা মনোনয়ন পাবেন। যারা নেতৃত্বের জন্য যোগ্য, যার জনপ্রিয়তা আছে, তারাই মনোনয়ন পাবেন।’
তবে কোন ধরনের সংস্থার জরিপ আমলে নেওয়া হবে তা পরিষ্কার করেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ইফতার সামনে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘বিদ্বেষপ্রসূত মিথ্যাচার করছেন’ বলেও অনুষ্ঠানে অভিযোগ করেন তিনি।
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sSPZuW

June 20, 2017 at 09:43PM
20 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top