লস অ্যাঞ্জেলেস, ০৯ জুন-ম্যালওয়্যার নিয়ন্ত্রণে জনপ্রিয় সংগীত শিল্পী ব্রিটনি স্পিয়ার্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট ব্যবহার করছে রুশ সরকারের হ্যাকাররা। টারলা নামের পুরানো হ্যাকিং গ্রুপটি রুশ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিদেশি সরকার, সেনাবাহিনীসহ শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে। স্লোভাকিয়ার নিরাপত্তা বিষয়ক সংস্থা ইএসইটির নিরাপত্তা গবেষকরা এ সব তথ্য জানান। গবেষকরা এক ব্লগ পোস্টে জানায়, ব্রিটনি স্পিয়ার্সের ইনস্টাগ্রামের ছবিতে পোস্ট করা আপাতদৃষ্টিতে ক্ষতিকর নয়, এমন কমেন্ট থেকে নির্দেশাবলী গ্রহণ করছে ম্যালওয়্যার। ব্রিটিনি স্পিয়ার্সের ছবিতে এস্মিথ২১৫ নামের এক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়। কিন্তু এই কমেন্টটিতেই লুকিয়ে ছিল কিছু অক্ষর, যা একটি নির্দিষ্ট বিট.লি লিঙ্কের অংশ। এই লিঙ্কটি এর কমান্ড-এ্যান্ড-কন্ট্রোল (সিঅ্যান্ডসি) সার্ভারকে সংযুক্ত করে নির্দেশাবলী প্রদান এবং চুরি করা তথ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়। ঘটনাটি ফেব্রুয়ারি মাসে ঘটেছিল। ইএসইটির মতে, পরীক্ষামূলকভাবে ওই কমেন্টটি করা হয়েছিল। কারণ লিঙ্কটি খুব কম সময়ই ক্লিক করা হয়েছে। সূত্র: বিজনেস ইনসাইডার আর/১৭:১৪/০৯ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2t2iC5w
June 10, 2017 at 01:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন