শ্রীনগর, ৫ মেঃ সোমবার ভোর সওয়া চারটে নাগাদ জম্মু ও কাশ্মীরের বন্দিপুরা জেলার সম্বল এলাকায় সিআরপিএফ ক্যাম্পে হানা দিল জঙ্গিরা। অবশ্য পাহারাদার জওয়ানদের গুলিতে হানাদার চার জঙ্গিরই মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন কাকভোরে সশস্ত্র জঙ্গিরা সিআরপিএফ-এর একটি সেনাচৌকি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। জওয়ানরা পাল্টা গুলি চালালে আত্মঘাতী বাহিনীর চার জঙ্গিই মারা যায়। ঘটনাস্থল থেকে একটি আন্ডার ব্যারেলড গ্রেনেড লঞ্চার, চারটি একে ৪৭ রাইফেল ও প্রচুর গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলে জঙ্গিদের সহযোগীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
সিআরপিএফ-এর ৪৫ ব্যাটেলিয়নের সদর দপ্তর হচ্ছে সম্বলের এই ক্যাম্প। এর দায়িত্বে রয়েছেন চেতন কুমার চিতা। গত বছর এই বন্দিপুরাতেই জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে তাঁর শরীরে ৯টি বুলেট ঢুকেছিল।
গত রবিবার শ্রীনগর থেকে ১০০ কিলোমিটার দূরে দক্ষিণ কাশ্মীরের কুলগ্রামে একটি টোল গেটে জঙ্গিরা হামলা চালালে দুই জওয়ানের মৃত্যু হয়। হামলাকারীরা অবশ্য পালিয়ে গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rIg5Qg
June 05, 2017 at 09:57AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন