নয়াদিল্লী, ২৪ জুন- প্রশ্নটা হয়তো স্বাভাবিকভাবেই করেছিলেন ওই সাংবাদিক। কিন্তু স্বাভাবিকভাবে নেননি ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক মিথালি রাজ। এজন্যই হয়তো নিজের পছন্দের পুরুষ ক্রিকেটারের নাম জানতে চাওয়ামাত্র ক্ষেপে গেলেন ভারতীয় এই নারী ক্রিকেটার। নারী বিশ্বকাপের ১১তম আসরে অংশ নিতে বাকি দলগুলোর মতো এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করছে ভারতীয় নারী ক্রিকেট দল। অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের সাথে নৈশভোজে অংশ নেন মিথালি। এ সময় মিথালি রাজের কাছে তার পছন্দের পুরুষ ক্রিকেটারের নাম জানতে চান এক সাংবাদিক । কিন্তু বিধি বাম! প্রশ্ন শুনেই ক্ষেপে গেলেন ভারতীয় অধিনায়ক। পাকিস্তান কিংবা ভারতের কোন পুরুষ ক্রিকেটারকে ফেবারিট হিসেবে দেখছেন? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন মিথালি রাজ। তিনি বলেন, আপনি কি এই প্রশ্নটা কোনো পুরুষ ক্রিকেটারকে করেছেন? কখনও তাদের কাছে জানতে চেয়েছেন তাদের পছন্দের নারী ক্রিকেটার কারা? মিথালি রাজ জানান, দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করাটাই সবচেয়ে বড় কথা। পছন্দের পুরুষ ক্রিকেটার নিয়ে মাথা না ঘামালেও চলবে। সবসময় পুরুষ ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয় জানিয়ে মিথালি বলেন, পুরুষ ক্রিকেটারদের সবসময়ই প্রাধান্য দেওয়া হয়। কারণ টেলিভিশন খুললেই তাদের মতো আমরা চোখে পড়ি না। পুরুষ ক্রিকেটাররা অনুশীলন সেশন থেকে শুরু করে সব জায়গায় এগিয়ে থাকছে। আমাদের বোর্ডও সিদ্ধান্ত নিয়েছে আমাদের ম্যাচগুলো টেলিভিশনে দেখানোর ব্যবস্থা করবে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা আরও বেশি পরিচিত হতে চাই। তাহলে পুরুষ ক্রিকেটারদের মতো আমাদেরও প্রাধান্য বাড়বে। তিনি আরও বলেন, ভারতের পুরুষ ক্রিকেটাররা একটা পর্যায়ে পৌঁছে গেছে। আমরা নিজেদের আদর্শ ধরে এগোচ্ছি। আমরা বিশ্বাস করি, আপনি যদি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজের সেরাটা উজাড় করে দিতে হবে। তখন দেশও আপনাকে সেরাটা দেবে, আপনার প্রাপ্য সম্মানটুকু আপনাকে দেবে। কিন্তু দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা না হলে আজকের এই প্রশ্নটি আমাকে আবারও শুনতে হবে।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2s4IOLL
June 24, 2017 at 06:50AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন