পর্তুগালে দাবানলে নিহত ২৪

tপর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা জানিয়েছেন, দেশটির কেন্দ্রীয় অঞ্চলের বনে আগুন লাগার ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে।

পর্তুগাল সরকার জানাচ্ছে, কোয়িমব্রা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেদ্রোগাও গ্রান্দে জেলায় বনে আগুন লাগার পর গাড়ি দিয়ে পালানোর সময় দাবানলের কবলে পড়ে অনেকেই মারা যান।

দাবানলের ঘটনায় আরো আন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ছয়জন দমকল কর্মী।

প্রধানমন্ত্রী আন্তোনি কস্তা বলেছেন, “ভয়াবহ একটি ঘটনা প্রত্যক্ষ করলাম আমরা। এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।”

এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, নিহতদের মধ্যে ১৬ জন তাদের গাড়ির ভেতরে বদ্ধ অবস্থায় আগুনে পুরে মারা যান। তিনজনের মৃত্যু হয়েছে ধোয়ায় দম বন্ধ হয়ে।

বনে কী কারণে আগুন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসেনি।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2sG7hfb

June 18, 2017 at 03:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top