ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক ● গত ১০ জুন ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের উদ্যোগে সম্মাননা ও ইফতার মাহফিল আনন্দনঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা নয়াপল্টনস্থ গোল্ডেন প্লেট রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সামছুদ্দীন স্বপন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগীয়) আবদুল আউয়াল খান। বিশেষ অতিথি ছিলেন- ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ওয়ালী উল্লাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আহমদ ফারুক, নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মজুমদার,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শোয়াইব খন্দকার, নাঙ্গলকোট উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক আবু সায়েম আজাদ, কেন্দ্রীয় যুবদলের সদস্য আঃ মুমিন সবুজ। অনুষ্ঠানের প্রাণবন্ত উপস্থাপনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ।

বক্তারা বলেন- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু অভ্যন্তরীন দ্বন্দ্ব, সময়োপযোগী নেতৃত্বের অভাবে নাঙ্গলকোটে বিএনপি দিনদিন পিছিয়ে পড়ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে নতুন নেতৃত্ব সময়ের অপরিহার্য দাবি।
বক্তারা আরো বলেন- প্রতিষ্ঠালগ্ন থেকে ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদ নাঙ্গলকোটে বিএনপি’র দুর্দিনে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এখানে দলের দুর্দিন চলছে বলে জানিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনকে পুনরূজ্জীবিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভবিষ্যত রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন সফলের মাধ্যমে হারানো আসন পুনরুদ্ধারের লক্ষ্যে বক্তারা নতুন নেতৃত্ব সৃষ্টির আহবান জানান।

অনুষ্ঠানে ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের উদ্যোগে নাঙ্গলকোটের যেসব কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত এমন রাজনীতিবিদদের সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।

The post ঢাকাস্থ নাঙ্গলকোট উপজেলা জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের ইফতার মাহফিল appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2sR1ZdP

June 11, 2017 at 10:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top