নিজস্ব প্রতিবেদক :সিলেটের জাফলংয়ের দলমত নির্বিশেষে ঘরে ঘরে বইছে আনন্দের বন্যা। আর এ আনন্দের নেপথ্যে বইছে একটি প্রকল্প। সিলেটের সীমান্ত জনপদখ্যাত গোয়াইনঘাটের সব চেয়ে ব্যয়বহুল প্রকল্প জাফলং সেতুর সফল বাস্তবায়নের শেষ মুহূর্তের চিত্রই এ আনন্দের উপলক্ষ। এলজিইডি’র অধীনে ৩৫ কোটি টাকা ব্যয়ে ৩৬০ মিটার লম্বা জাফলং সেতুটি শুধু সেতুই নয়। এই সেতু গোটা উত্তর সিলেটের সহজতর যোগাযোগের ক্ষেত্রে একটি মাইলফলকও।
রাজনৈতিক সচেতনদের মতে জাফলং সেতুটি কানেক্টিভিটি অফ নর্থ সিলেট। যোগাযোগ বিশ্লেষক ও সচেতনদের মতে সেতুটির নির্মাণকাজ সম্পন্নের সঙ্গে সঙ্গে শুধু যোগোযোগই নয়, এ সেতু দুয়ার খুলবে পর্যটনের অপার সম্ভাবনারও। উপজেলা সদর গোয়াইনঘাট, জেলা সদর সিলেটের সঙ্গে স্থানীয় জনসাধারণের সহজতর যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার সঙ্গে সঙ্গে স্থানীয়, পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের সহজতর সম্মিলনের পাশাপাশি এখানকার পর্যটন সম্ভাবনাও ব্যাপকহারে প্রসারিত হবে।
জেলা সদর সিলেটের সঙ্গে ১৮ কিলোমিটার দুরত্ব কমে আসার সঙ্গে অত্রাঞ্চলের মানুষের শিক্ষা, চিকিৎসা, কৃষি উন্নয়নসহ মৌলিক সেবা প্রাপ্তিও আরও সহজতর এবং কম ব্যয়শীল হচ্ছে। উত্তর সিলেটের অন্যতম সর্ববৃহৎ এই প্রকল্প বাস্তবায়ন এবং এর সুফল এলাকাবাসী ভোগের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের স্বপক্ষে ভোটের রাজনীতিতেও সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন রাজনীতিকরা।
সরজমিন পরিদর্শনকালে নির্মাতা প্রতিষ্ঠান এমএন ও (জেভি)’র সূত্রে জানা যায় সেতুটির নির্মাণকাজও ইতিপূর্বে প্রায় ৮৫% সম্পন্ন হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, উত্তর পার্শ্বের অবশিষ্ট গার্ডার, ঢালাই, উভয় প্রান্তের সংযোগ সড়ক এবং এপ্রোচ নির্মাণের পর আগামী নভেম্বরের দিকে সেতুটির শতভাগ কাজ সম্পন্ন হবে বহুল প্রতীক্ষিত এই সেতুটির নির্মাণ কাজ। গোয়াইনঘাট সদরের বাসিন্দা রাজনৈতিক নজরুল ইসলাম। তিনি জানান, জাফলং সেতু বাস্তবায়ন হলে উপকারভোগী হবেন গোটা বৃহত্তর জৈন্তার মানুষ। স্থানীয় যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের পাশাপাশি এ সেতুর কারণে ব্যবসা-বাণিজ্য ও গোয়াইনঘাটের সবক’টি পর্যটন স্পটও মানুষের দোরগোড়ায় চলে আসবে।।এ ব্যাপারে এম পি ইমরান আহমদ বলেন, আমি সব সময়ই এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকার আদায়ে সচেষ্ট, চেষ্টা করি জনগণের দোরগোড়ায় থেকে তাদের সেবা করার। আজকে জাফলং সেতু তারই প্রমাণ। যতদিন বেঁচে থাকবো এই অঞ্চলের মানুষের মৌলিক সকল অধিকার আদায় আন্দোলন ও তাদের ভাগ্যোন্নয়নে কাজ করে যাবো।।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2spOft7
June 11, 2017 at 02:39AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন