নিজস্ব প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচংয়ে গত ২০ দিনের ব্যবধানে দুটি মন্দিরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। মে মাসের ২৭ তারিখ জয়কালি মন্দিরের তালা ভেঙ্গে প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি হওয়ার পর গতকাল অাবারও লোকনাথ মন্দিরে চুরির ঘটনা ঘটলো।
শনিবার গভীর রাতে বানিয়াচং বানেশ্বর বিশ্বাসের পাড়ায় লোকনাথ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পূজারীরা পূজা করতে গেলে মন্দির ঘরের তালা ভাঙ্গা দেখতে পান।
পরে ভিতরে গিয়ে দেখা যায় স্বর্নের তুলসি, ৩ টি ঘটি, কলস ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা এবং যাওয়ার সময় লোকনাথের অাসনে অাগুন ধরিয়ে দেয়। এতে রুমের ফ্যান, বাতিসহ অন্যান্য জিনিষ পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে বানিয়াচং থানার এসঅাই হাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।
এদিকে খবর পেয়ে বানিয়াচং ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও হিন্দু মহাজোটের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rqQade
June 17, 2017 at 11:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন