৩০ জুন মধ্যরাত থেকে চালু জিএসটিঃ জেটলি

নয়াদিল্লি, ২০ জুনঃ পণ্য ও পরিসেবা কর (জিএসটি) চালুর দিন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী ৩০ জুন মধ্যরাত থেকে কার্যকর হবে জিএসটি।

এদিন অর্থমন্ত্রী জানান, জিএসটি সূচনার অনুষ্ঠান আয়োজিত হবে সংসদের সেন্ট্রাল হলে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দুই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও এইচডি দেব গৌড়া। পাশাপাশি সংসদ সদস্য, লোকসভার সদস্য, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, নয়া জিএসটি-র ফলে মুদ্রাস্ফীতির হার ও জিনিসপত্রের দাম কমবে। এতে কর ফাঁকির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা যাবে এবং যারা কর ফাঁকি দিচ্ছে তাদের হদিশ পাওয়া যাবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2rQxcw0

June 20, 2017 at 06:31PM
20 Jun 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top