ঢাকা, ০৩ জুন- এটিএন বাংলার একটি অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস তার স্বামী শাকিব খান ও বুবলির রসায়ন নিয়ে খোলামেলা কিছু কথা বলেছেন। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় সেন্স অব হিউমার নামের এ অনুষ্ঠানের ধারণকাজ এরই মধ্যে শেষ হয়েছে। আজ শনিবার রাতে এটি প্রচার করা হবে। কিন্তু তার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এর কিছুঅংশ। ফেসবুকে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শাকিব সম্পর্কে অপু বলেন, আমি শাকিবের সঙ্গে খুব ফ্রেন্ডলি। শাকিব যখন যার সঙ্গে কাজ করত, তাকেই হয়তো বলত, হে বেবি, আমি তোমাকে নিয়ে কেন এত ভাবছি, কিছুই বুঝতেছি না। আমার মনে হয়, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এরই জের ধরে জয়ের প্রশ্নের জবাবে অপু বলেছেন, বুবলিকে হয়তো শাকিব বলেছে, আমার তো কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক নেই। অপু কে? ওকে তো আমি চিনি না। জাস্ট ভুলে যাও। বুবলিও হয়তো বিশ্বাস করে ফেলেছে। তাই শাকিবকে সে ভালোবেসেছে। এদিকে অনুষ্ঠানের উপস্থাপক জানান, অনুষ্ঠানে শাকিব, বুবলি ও নিজের ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলেছেন অপু। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা রাজনীতি সিনেমার কথাও উঠে আসবে এ অনুষ্ঠানের মাধ্যমে। সেন্স অব হিউমার অনুষ্ঠানে অপু আর কী কী বলেছেন, তা জানতে অপেক্ষা করতে হবে আজ শনিবার রাত পর্যন্ত।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rBCj6F
June 03, 2017 at 04:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top