লন্ডন, ১৭ জুন- অপেক্ষা কেবল আর মাত্র এক ম্যাচের। ১৮ জুন রোববার কেনিংটন ওভালে ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের। হাইভোল্টেজ এই ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে অপ্রত্যাশিতভাবে ফাইনালে ওঠেছে পাকিস্তান। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে। রোববার সাড়ে তিনটায় অনুষ্ঠেয় এই ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন মারাইস এরাসমাস ও রিচার্ড ক্যাটেলবারোহ। থার্ড আম্পায়ার রড টাকার ও ফোর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন। ভারত-পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকার ৫৩ বছর বয়সী আম্পায়ার মারাইস এরাসমাস তার ক্যারিয়ারের ৭১তম ওয়ানডে ম্যাচ পরিচালনা করবেন। অন্যদিকে ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবারোহ এই অনুষ্ঠেয় এই ম্যাচের মধ্য দিয়ে পা রাখতে যাচ্ছেন তার আম্পায়ারিং ক্যারিয়ারের ৭২তম ম্যাচে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের সব ম্যাচ পরিচালনার জন্য ১২ সদস্যের এলিট আম্পায়ারিং প্যানেলের নাম ঘোষণা করেছিলো আইসিসি। এরপর দুই ধাপে সেমিফাইনাল ও ফাইনালের জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। সূত্র: আইসিসি আর/১০:১৪/১৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rCLAwv
June 18, 2017 at 05:38AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top