মোল্লারগাঁও তালামীযের ইফতার মাহফিল,,,,

সুরমা টাইমস ডেস্ক :: মোল্লারগাঁও তালামীযের ইফতার মাহফিলে বক্তারা বদরের চেতনা ধারণ করে ইসলামের দুশমনদের মোকাবিলা করতে হবে

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ(রহঃ) হাতে গড়া ছাএ সংগঠন বাংলাদেশ
আনজুমানে তালামীযে ইসলামিয়া মোল্লারগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড শাখার
উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা
বলেন- রামাদ্বানুল মোবারক মাসে সহীহ কুরআন শিক্ষার খিদমতে হযরত আল্লামা
ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর অবদান সর্বজন স্বীকৃত। দীনের বৃহত্তর
স্বার্থে বাংলাদেশের সব ইসলামি দলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাতিলের সকল
চ্যালেঞ্জ মোকাবেলায় বদর যুদ্ধের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে।
মুসলমানদের জন্য এই মাস যেসব কারণে গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হচ্ছে
বদরের যুদ্ধ। এ যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার পার্থক্যকারী। বদর প্রান্তরে
বাতিল পরাজিত হয়েছিল। ইসলাম ও নবী (সাঃ) নিয়ে কটুক্তির বিরুদ্ধে গর্জে
উঠতে হবে। সুতরাং বাতিল যখন সর্বগ্রাসী ষড়যন্ত্র করে যাচ্ছে তখন আমাদের
বসে থাকার সুযোগ নেই। বদরের চেতনা ধারণ করে ইসলামের দুশমনদের মোকাবিলা
করতে হবে।
গত ১১ জুন, রোববার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও লতিপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে মোল্লারগাঁও ইউনিয়ন ৩নং ওয়ার্ড আল ইসলাহ সভাপতি মো.
আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও ওয়ার্ড তালামীযের সাধারণ সম্পাদক
মেহেরাবুল হোসেন কামিল ও সাংগঠনিক সাব্বির হোসেন হৃদয়ের পরিচালনায় প্রধান
অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রিয় তালামীযের
সহ প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান আক্তার। প্রধান আলোচকের বক্তব্য
রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। বিশেষ
অতিথির বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ
আলাউদ্দিন পাশা, সিলাম ইউনিয়ন তালামীযের সভাপতি মারুফ বিল্লাহ রুবেল,
মোল্লারগাঁও ইউনিয়ন আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান জামিল,
৩নং ওয়ার্ড তালামীযের সভাপতি মিসবাহ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব সংহতির আহŸায়ক আলতাব
মিয়া, আল ইসলাহ নেতা আশরাফ আলী, আব্দুল মুমিন, উপজেলা যুবলীগ নেতা জাকির
হোসেন, মুরব্বি মফিজ আহমদ, বাবুল মিয়া, পদু মিয়া, ইলিয়াস মিয়া, খলকুর,
ইলু মিয়া, তালামীয নেতা পাভেল আহমদ, আলেক আহমদ, ইমরান আহমদ, মুকিত আহমদ,
নাঈম ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সিলেট জেলা আল
ইসলাহ’র প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2sRf0Up

June 12, 2017 at 01:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top