শীর্ষ আইনজীবী হত্যার দায়ে মিশরে ৩১ জনের মৃত্যুদণ্ডাদেশ

aএশিয়া ::

মিশরের প্রসিকিউটর জেনারেল হিশাম বারাকাতকে দুই বছর আগে হত্যার দায়ে ৩১ ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ বিবেচনার জন্য গ্র্যান্ড মুফতির কাছে নথিপত্র দাখিল করেছে ফৌজদারি আদালত। স্থানীয় টিভি চ্যানেলগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

মিশরের আইন অনুযায়ী কোনো মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার মুফতির অনুমোদন নিতে হয়। আগামী ২২ জুলাই এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে।

রায়ে এই ৩১ জন ছাড়াও ৩৬ জনের ব্যাপারেও সিদ্ধান্ত ঘোষণা করা হবে। এদের সবাই দেশের শীর্ষ আইনজীবীকে হত্যা করা এবং এর ষড়যন্ত্র এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ও বিস্ফোরক মজুদ করার জন্য অভিযুক্ত।

উল্লেখ্য, হিশাম বারাকাতকে ২০১৫ সালের গ্রীষ্মে হত্যা করা হয়। এসময় তার গাড়িটি বিস্ফোরণে উড়িয়ে দেয়া হয়।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2tyJcU1

June 17, 2017 at 09:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top